“দেশি খাই দেশি গাই” অনুষ্ঠানের তারিখ পরিবর্তন

“দেশি খাই দেশি গাই” অনুষ্ঠানের তারিখ পরিবর্তন

দেশি খাই দেশি গাই-অনুষ্ঠানের তারিখ পরিবর্তনদেশি খাই দেশি গাই-অনুষ্ঠানের তারিখ পরিবর্তন

প্রেস বিজ্ঞপ্তি 

পূর্বনির্ধারিত বাংলাদেশি মূলধারার সাংস্কৃতিক পরিবেশনা এবং খাবারের আয়োজন “দেশি খাই দেশি গাই”  অনুষ্ঠানটি আগামী ৫ই নভেম্বর ২০১৬ এর পরিবর্তে ৪ঠা  ফেব্রুয়ারি ২০১৭ তারিখে একই স্থানে এবং একই সময়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়া দল ও শিল্পীদের নাম পরবর্তিতে ঘোষণা করা হবে। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে নির্মল পরিবেশে উপভোগ্য এই অনুষ্ঠানের আয়োজন বাংলা ভাষাভাষী সকলের মধ্যে বিপুল উৎসাহের সৃষ্টি করেছে। সকলের উৎসাহ ও উদ্দীপনায় সাড়া দিয়ে অনুষ্ঠানটিকে আরও সুন্দর ও নিপুণ ভাবে এবং কিছুটা বিশাল পরিসরে আয়োজনের উদ্দেশ্যে অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দেওয়া হল। অনুষ্ঠানে সবার জন্য নতুন কিছু চমক সংযোজন করারও পরিকল্পনা করা হয়েছে।

এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বাংলা সংস্কৃতি, বাংলার গন-মানুষের গান, বাংলার সুস্বাদু খাবার বিশ্ববাসীর সামনে ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে । সিডনীতে বাংলা সংস্কৃতির বিকাশ ও চর্চার প্রয়াসে প্রবাসী বাংলাদেশীদের সাংস্কৃতিক সংগঠন, দেশি খাই দেশি গাই ও আমরা বাংলাদেশী এবং সিডনীর বিখ্যাত বাংলাদেশী রেস্টুরেন্ট খুশবুর যৌথ প্রচেষ্টায় আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠানটি ।

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে বাংলা সংস্কৃতি প্রসার ও একটি বিশুদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করাই মূলত এই আয়োজনের লক্ষ্য। স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশের অনুপ্রেরণা দেয়া এবং প্রবাসে বেড়ে উঠা বাংলাদেশী প্রজন্মকে বাংলা খাবার ও বাংলা কৃষ্টি-ঐতিহ্যের সাথে পরিচয় ও বন্ধন অব্যাহত রাখতেই আমাদের এই প্রয়াস।

আমরা প্রত্যাশা করছি বাংলা ভাষাভাষী সকলেই ধর্ম, বর্ণ, সাম্প্রদায়িকতা ও রাজনীতির ঊর্ধ্বে উঠে এই উদ্যোগের সঙ্গে সহমত পোষণ করবেন এবং এর প্রচার ও প্রসারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন । আসুন আমরা সবাই মিলে উচ্চে তুলে ধরি বাংলাকে, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য গড়ে তুলি একটি প্রিতময় সংস্কৃতি চর্চার পরিবেশ। উন্নত সংস্কৃতি চর্চার মাধ্যমেই উন্নত সভ্যতা ও উন্নত জাতির জন্ম হয়েছে। তাই বিভক্তি নয় সম্প্রীতি, বিদ্বেষ নয় ভালোবাসা, বর্জন নয় অর্জনই হোক আমাদের মূলমন্ত্র ।

অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ।

পরিবর্তিত তারিখ: শনিবার, ৪ঠা  ফেব্রুয়ারি ২০১৭

অনুষ্ঠানের সময়: বিকাল ৪.৩০ থেকে রাত ৯.৩০

স্থান: ওয়াইলী পার্ক, হরাইজন থিয়েটার (অ্যাম্ফিথিয়েটার)– Corner of Clio St. and Edge St. , Lakemba