বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার আলোচনা সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার আলোচনা সভা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভাবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

১০ জানুয়ারি ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে গত ৮ জানুয়ারী সিডনির স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভাটি আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পি এস চুন্নুর পরিচালনায়  উক্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সাংস্কৃতিক সম্পাদক ইমদাদুল হক, কলামিষ্ট ডঃ রতন কন্ডু, বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, দেশ বিদেশে পত্রিকার সম্পাদক বদরুল আলম, ডঃ অরবিন্দু সাহা, সাবেক. ছাত্র নেতা ডঃ তানভীর আবির, কুয়েত বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইন্জিনিয়ার খন্দকার আব্দুল হান্নান, অস্ট্রেলিয়া শাখার সেচ্ছাসেবক লীগ সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ, কবিতা পারভেজ, অনুষ্ঠানটির প্রধান অতিথির সহধর্মিনী মির্জা নাহিদা, প্রবীণ লেখক রনেশ মৈত্র, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনির শিক্ষক ডঃ কাইয়ুম পারভেজ ও ডঃ মাসুদুল হক ।