গত ২৫ই নভেম্বর ( রবিবার), বিকাল ২টায় ড: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেলিমা বেগমের পরিচালনায় বাংলা প্রসার কমিটি ইন্ক্ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয় মাককোয়ারি লিংকস গল্ফ ক্লাবে। অনুষ্ঠানে দ্য স্যাটারডে স্কুল অব কমিউনিটি ল্যাংগুয়েজ স্কুলের অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সাধারণ সম্পাদক রিপোর্ট পেশ করেন সেলিম বেগম এবং কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে আর্থিক রিপোর্ট পেশ করেন সভাপতি ড.রফিকুল ইসলাম। সভায় আর্থিক রিপোর্টে কিছু সংশোধনী প্রস্তাব রাখা হয়।
প্রতি শনিবার নিউ সাউথ ওয়েলস সরকার পরিচালিত দ্য স্যাটার ডে স্কুল অব কমিউনিটি ল্যাংগুয়েজ নিজস্ব ভাষায় সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়ে থাকে। গত ২০১৫ সাল পর্যন্ত ডাল উইচ হিলস ও লিভারপুল স্কুলে বাংলা ভাষার শিক্ষার্থীদের বাংলা ভাষায় ক্লাস নেয়া হত। কিন্তু ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে যাওয়ায় ২০১৬ থেকে ডাল উইচ হিলস বাংলা স্কুলের কার্যক্রম সরকারিভাবে বন্ধ হয়ে যায় । বাংলা প্রসার কমিটি ও অভিবাবকদের দীর্ঘ প্রচেষ্টার পর লিভারপুল স্কুলে ১৭ জন ছাত্র-ছাত্রী দিয়ে বাংলা কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছে।
উল্লেখ্য ,আবারও ছাত্র সংকট এবং যোগ্য শিক্ষক সংকটের কারণে, দ্য স্যাটার ডে স্কুল অব কমিউনিটি ল্যাংগুয়েজ স্কুল (লিভারপুল) থেকে গত দুই বছরে (২০১৭/২০১৮) বাংলা ভাষাটি বন্ধ করে দেয়া হয়েছিল। বাংলা প্রসার কমিটির উদ্যোগে দুইবারই স্কুলটি ফেডারেল সরকার ও রাজ্য সরকারের নির্বাচিত প্রতিনিধি এনি স্টেইনলি এবং অনুলাক চানটিভঙ্গের সহায়তায় পুনরায় চালু রাখা সম্ভব হয়েছে।
সভায় এই বিষয়ে আলোচনা ছাড়াও বর্তমানে বাংলা ছাড়া অন্যান্য ভাষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু আছে কিন্তু বাংলা ভাষাটি দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। সিলেবাস ,শিক্ষক এবং ছাত্র সংকটের কারণে এই বিষয়টি দ্বাদশ শ্রেণী পর্যন্ত অগ্রসর হয়ে উঠেনি। বাংলা ভাষাকে দশম শ্রেণী থেকে কিভাবে দ্বাদশ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যাবে এই বিষয়ে কিছু অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়।
এরপর সভাপতি ড: রফিকুল ইসলাম বাংলা বিষয়টি কমিটির সকল সদস্যকে কৃতজ্ঞতা প্রকাশ ও উপস্থিত সকলকে ধন্যবাদ প্রস্তাব দিয়ে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনার জনাব নাসিম সামাদ কে আবেদন করেন।
নির্বাচন কমিশনার জনাব নাসিম সামাদ , নির্বাচন শেষে বাংলা প্রসার কমিটির ২০১৮-২০ সালের কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন। সদস্যরা হলেন, সভাপতি পদে ড. রফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ আব্দুল সাত্তার , সাধারণ সম্পাদক সেলিমা বেগম , কোষাধ্যক্ষ এ এইচ এম জি কিবরিয়া, প্রচার সম্পাদক আবু তারিক ।কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল , স্বপন পাল ও মিসেস হাসিনা আক্তার মিনি ।
নির্বাচন কমিশনার নাসিম সামাদ তাকে সাহায্য করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ দেন এবং নব নির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন দিয়ে দ্বায়িত্ব হস্তান্ত করেন।