ডঃ সেলিম আক্তার চলে গেলেন না ফেরার দেশে !

ডঃ সেলিম আক্তার চলে গেলেন না ফেরার দেশে !

নিজস্ব প্রতিনিধি: ডঃ সেলিম আক্তার গত ২১ অগাস্ট (রবিবার) সকাল ৯টায় ইঙ্গেলবার্নের নিজ বাসভবনে হটাৎ বুকের ব্যাথা অনুভব করলে তাকে লিভারপুল হসপিটালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ভয়ানক হৃদরোগে আক্রান্ত হয়ে খুবই সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্ট নিয়ে বেঁচে ছিলেন।গত শনিবার ২৭ শে আগস্ট বিকেলে ডাক্তারদের পরামর্শে লাইফ সাপোর্ট মেশিন তুলে নিতে ড: সেলিম এর পরিবারকে বুজানো হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক লাইফ ডাক্তার সাপোর্ট তুলে নেন। আজ সকাল ২:৩৩ মিঃ পৃথিবীর মায়া ছেড়ে ডঃ সেলিম চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। আজ সকাল ১০ টায় উনার মরদেহ লিভারপুল হসপিটাল থেকে লাকেম্বা মসজিদে নেয়া হবে। বাদ জুহর লাকেম্বা মসজিদে ” মরহুমের নামাজে জানাজার পর নারিলান কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ড: সেলিম ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনিতে ইকোনমিক্স, ফাইন্যান্স অ্যান্ড প্রপার্টি বিভাগের লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনিতে যোগদানের পূর্বে ড: সেলিম প্রায় ১২ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং রাজশাহী ও সিডনি বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে এবং বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম ডঃ সেলিম আক্তারের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছাঁয়া নেমে আসে।