নিজস্ব প্রতিনিধি: গত ২রা অক্টোবর, ২০১৬ (রোববার) সিডনির গ্লেনফিল্ড সিডন পার্কের অনুষ্ঠিত হল বাংলা লোকমেলা।
মেলায় ছিল বাংলাদেশের ঐত্যিহবাহী ঘূড়ি উৎসব, লাটিম লড়াই, চিত্রাংকন প্রতিযোগিতা, কক-ফাইট ও মিউজিক্যাল চেয়ার খেলা ,উম্মুক্ত কুইজ প্রতিযোগিতার পাশাপাশি ছিল নানান পদের দেশীয় খাবার দাবার ও দেশী পণ্যের স্টল।
খাবারের স্টলগুলিতে দেশীয় খাবার পুরি, চটপটি, ফুসকা,পিয়াজু, হালিম, জিলাপি, সিঙ্গারা বিরানি, কাবাব ও রকমারি খাবার-দাবার । পোশাকের স্টলগুলিতে সালোয়ার কামিজ, জামদানি ও অন্যান্য তাঁতের শাড়ির বিপুল সমাহার লক্ষ্য করা যায়। উপচে পড়া বাঙালী দর্শক ছাড়াও স্টলগুলিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ান ছাড়াও অনেককে খাবার ও পোশাক কেনাকাটা করতে দেখা গেছে।
মেলায় ছিল কয়েক রকমের রাইড যা কিনা ছোট ছোট বাচ্চাদের মেলার সময়টুকুকে আনন্দে মাতিয়ে রাখে।
টিকিটবিহীন মেলায় প্রবেশের সুযোগ ও পর্যাপ্ত কার পার্কিং এর ব্যবস্থা থাকায় সিডনির দূর দূরান্ত ছাড়াও ক্যানবেরা মেলবোর্ন থেকেও মেলায় দর্শক সমাগম ঘটে। সবশেষে রাত দশটায় মেলার কার্যক্রম শেষ হয়।
মেলা কমিটির সাংকৃতিক কার্যক্রমের দায়িত্বে থাকা মুনির হোসাইন মেলার সাংকৃতিক পর্বটি শুরু করেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জকে দিয়ে।
শুরুতেই ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ছোট্টমনিদের গান,ছড়া ও কবিতা পরিবেশনা ছিল খুবই মনমুগ্ধকর। ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে বাংলা ভাষা লিখতে পড়তে ও বলতে শেখানোর পাশাপাশি আবৃত্তি ও গান সহ নানারকম সাংস্কৃতিক শিক্ষা দেয়া হয়।
এরপরই আসে ক্যাম্বেলটাউন তথা সিডনির পরিচিত শিশু-কিশোর দল কিশলয় কচিকাঁচা। রঙে রঙ্গীন এই দলটির পরিবেশনা ছিল নতুন প্রজন্মের
অহংকার।
বড়দের পর্বে ছিল ঐকতানের চমৎকার দেশি গানের পরিবেশনা যা কিনা দর্শক-শ্রুতাদের মন জয় করে রাখে।
এর পর আসে শাহীন-শাহনেওয়াজ নেতৃত্বে কবিতার কথামালা নিয়ে দেশী কবিতা ও গান নিয়ে মন মাতানো একটি পরিবেশনা।
বাংলার গান গাই, বাংলায় নাচি, বাংলায় মাতি, সারাদিন সারা বেলা, বাংলা লোকমেলা’— স্লোগানকে দিয়ে বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত চলে বাংলা লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে মেলা কমিটি আয়োজক সংগঠনের সভাপতি মতিউর রহমান খান ও মেলা কমিটির আহ্বায়ক ইসমাইল মিয়া সর্বস্তরের দর্শক শ্রোতা, সহকর্মী সহ বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক, বিপণী সংস্থা ও মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন।