সিডনীতে প্রধানমন্ত্রীর জন্মদিন ও সৈয়দ হকের স্মরণ সভা

সিডনীতে প্রধানমন্ত্রীর জন্মদিন ও সৈয়দ হকের স্মরণ সভা

সিডনি প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখা গত বুধবার ২৮ শে সেপ্টেম্বর সিডনীতে প্রধানমন্ত্রীর জন্মদিন ও সৈয়দ শামসুল হকের মৃত্যুতে এক স্মরণসভার আয়োজন করে। পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী সেদিন যদিও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করার কথা ছিল। সব্যসাচী কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হকের আকস্মিক মৃত্যুতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী জন্মদিন পালন স্থগিত রাখার সিদ্ধান্ত হওয়ায় সেদিন আনুষ্ঠানিক ভাবে জন্মদিন পালন করা হয়নি এবং কোন কেককাটা পর্ব ও ছিলোনা। অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ থেকে আসেন নৌ ও পরিবহণ মন্ত্রী শাহাজাহান খান।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম পি মাহবুবুর রহমান।

বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার সভাপতি জনাব সিরাজুল হকের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক পি এস চুন্নুর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৮.৩০ মিনিটে। অনুষ্ঠানের শুরুতে সব্যসাচী কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হকের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সিডনী প্রবাসী কমিউনিটির বিশিষ্ট বাক্তিত্ত নুরুল আজাদের কথা স্মরণ করে আরও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই অনুষ্ঠানে লেখক, সাংবাদিক, শিল্পী, রাজনীতিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা পেশার সিডনি প্রবাসীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ লেখক সাংবাদিক রনেশ মৈত্র্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড: খাইরুল হক চৌধুরি, প্রবাসী কথাসাহিত্যিক ড: শাখাওয়াত নয়ন, টিভি সাংবাদিক আকিদুল ইসলাম, বিদেশ বাংলা টিভি প্রযোজক ও অভিনেতা রহমত উল্লাহ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ আরও অনেক সম্মানিত বাক্তিবর্গ। অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।