সিডনিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

সিডনিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

কাজী সুলতানা শিমি : অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ১৬ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশুদিবস উপলক্ষে সিডনির একটি রেস্টুরেন্টে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করে। সাধারণ সম্পাদক পিএস চুন্নুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সভাপতিত্ব করেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড থেকে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা প্রানে বেঁচে গেছেন তাই তিনি আমাদের এক সমৃদ্ধশালী নতুন বাংলদেশ উপহার দিতে পেরেছেন। আর এই সমৃদ্ধশালী নতুন বাংলদেশ গড়ার ক্ষেত্রে সকল প্রবাসীদের অবদান আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।তিনি সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ার অনুরোধ করেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, ছাত্রলীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি আমিনুল ইসলাম রুবেল, যুবলীগ অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক একেএম হাফিজ, স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন, স্বাধীন কণ্ঠের সম্পাদক আউয়াল খান, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এটিএম কামরুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরক্ত সচিব আকরাম হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা এবং অন্যান্য আরও অনেকে।

সবশেষে সভাপতি সিরাজুল হক সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য যে, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ পরবর্তীতে ১৭ই মার্চ অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুস্পস্তবক অর্পণ করে।