প্রেস রিলিজ
ক্যানবেরা, ১৭ মার্চ ২০১৭- বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা কর্তৃক যথাযথ মর্যাদা ও উৎসবমূখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশুদিবস-২০১৭ উৎযাপিত হয়।
এ অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী প্রবাসী ও শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সন্ধ্যা ৭.০০ টায় অনুষ্ঠান শুরু হয়। এর পর পবিত্র কুরআন থেকে তিলওয়াত ও দু’আ ও মোনাজাত করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে “বাংলাদেশ” বিষয়ের উপর চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা। শিশু-কিশোদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দূতাবাস প্রাঙ্গনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং তাঁরা বিপুল উৎসাহের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
মান্যবর হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবিস্মরনীয় অবদানের কথা উল্লেখ করেন। মান্যবর হাইকমিশনার প্রবাসী বাংলাদেশীদের বঙ্গবন্ধুর অতুলনীয় দেশপ্রেম ও শিশুদের প্রতি গভীর মমত্ববোধের দৃষ্টান্ত অনুসরণের জন্য এবং তারঁ সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, উপস্থিত সুধীমন্ডলী শিশুকিশোরদের পরিবেশনায় চমৎকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মান্যবর হাইকমিশনার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও সার্টিফিকেট এবং অংশগ্রহনকারী সকল শিশুকিশোরদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।
পরিশেষে শিশুকিশোরদের নিয়ে মান্যবর হাইকমিশনার কেক কাটেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।