ব্যাংকসটাউন সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দুই জন বাংলাদেশী বংশোদ্ভুত

ব্যাংকসটাউন সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দুই জন বাংলাদেশী বংশোদ্ভুত

নির্বাচিত কাউন্সিলর শাহে জামান টিটু ও মোহাম্মাদ হুদা

সদ্য সমাপ্ত সিডনির স্থানীয় ক্যান্টারবেরী ব্যাংকসটাউন সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দুই জন বাংলাদেশী বংশোদ্ভুত । এরা হলেন শাহে জামান টিটু ও মোহাম্মাদ হুদা । এদের মধ্যে শাহে জামান টিটু লিবারেল পার্টি থেকে অন্যদিকে মোহাম্মাদ হুদা লেবার পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। দুজনই প্রথমবারের মত কাউন্সিলর নির্বাচিত হলেন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনি- শহরের এর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলিতে অবস্থিত ক্যান্টারবেরী ব্যাংকসটাউন কাউন্সিলের বাসিন্দাদের একটি বড় অংশই মুসলিম সম্প্রদায়ের।এখানে কয়েক হাজার বাংলাদেশি বসবাস করলেও এর আগে সিটি কাউন্সিল , অঙ্গরাজ্য পার্লামেন্টে বা ফেডারেল পার্লামেন্টে কোথাও বাংলাদেশীদের প্রতিনিধিত্ব ছিল না। শাহে জামান টিটু ও মোহাম্মাদ হুদা জয়লাভের মধ্য দিয়ে সেই বন্ধ্যাত্বের অবসান হলো। আর এর মধ্য দিয়ে আগামীতে অস্ট্রেলিয়ার মূলধারার নির্বাচনে নির্বাচিত হবার পথ প্রশস্ত করতে এই দুই মেধাবী বাংলাদেশি নিজেদের অবস্থানটি আরো পাকাপোক্ত করতে সক্ষম হলেন বলে বিশ্লেষকরা মনে করছেন।এদিকে এই দুজনের নির্বাচিত হওয়ার সংবাদশোনার সাথে সাথে অনেকেই ফেসবুকে ষ্টাটাস দিয়ে তাদেরকে অভিনন্দন দিতে দেখা যায়। এ ছাড়াও অনেকেই দলীয় এবং সামাজিক সংগঠনের ব্যানারে শাহে জামান টিটু ও মোহাম্মাদ হুদাকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন।(সূত্রঃ বাংলাকথাডটকম )