রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে সিডনিতে প্রতিবাদ সমাবেশ আগামী ১৭ সেপ্টেম্বর 

রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে সিডনিতে প্রতিবাদ সমাবেশ আগামী ১৭ সেপ্টেম্বর 

নাইম আবদুল্লাহ: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করার প্রতিবাদ জানিয়ে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিল স্থানীয় সময় আগামী ১৭ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় মার্টিন প্লেসে চ্যানেল ৭ এর সামনে কর্মসূচি পালন করবে।
সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সভাপতি ডঃ এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন এই প্রতিবেদককে জানান, “রোহিঙ্গা মুসলমানদের ওপর এত নির্মম ও নৃশংস নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধ হওয়ার পরও বিশ্ব বিবেক আজ নীরবতা পালন করছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাঙালি আখ্যায়িত করে বাংলাদেশের প্রতি চ্যালেঞ্জ ছুড়েছে। তার কড়া জবাব দেওয়া দেশের সরকার ও জনগণের পাশাপাশি প্রবাসীদের নৈতিক দায়িত্ব”।
তারা সিডনি প্রবাসী সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সহ সকল প্রবাসীদের এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়ে গণহত্যা-নির্যাতন-অগ্নিসংযোগ বন্ধে মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য জাতিসংঘ এবং ওআইসিসহ মানবাধিকার সংস্থাসমূহের প্রতি দাবি জানানো জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন।