নাইম আবদুল্লাহ: সিডনিতে ‘মিনিস্টার্স অ্যাওয়ার্ড’ পেলেন ৩ বাংলাদেশি। তারা হলেন ইপিঙ ওয়েস্ট পাবলিক স্কুলের নাশিতা আহসান, রকডেল পাবলিক স্কুলের মেঘলা বসু ও ব্ল্যাকটাউন বয়েজ স্কুলের সাদমান নাকিব স্বপ্নীল।
গত ২৫ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ক্লান্সি মিলনায়তনে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ১৯৯২ সাল থেকে চালু হওয়া এ পুরস্কার এবছর তিনটি ক্যাটাগরিতে ১৫২ জন শিক্ষার্থী পেয়েছেন। অস্ট্রেলিয়ায় নিজ নিজ ভাষাকে তারা জাতীয়ভাবে পরিচয় করে দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী অস্ট্রেলিয়ায় মোট ৫৮টি কমিউনিটি ভাষা নিবন্ধিত আছে। বাংলা স্কুল আছে আটটি।
বর্তমানে কমিউনিটির ৩৪ হাজার ৮০৪ জন শিক্ষার্থী অভিবাসী স্কুলগুলোতে তাদের নিজ নিজ ভাষা চর্চা করার সুযোগ পাচ্ছেন। প্রবাসীরা জানান, ব্ল্যাকটাউন বয়েজ হাই স্কুল ও ইপিঙ ওয়েস্ট পাবলিক স্কুলের বাংলা কার্যক্রম বাংলা একাডেমি অস্ট্রেলিয়া পরিচালনা করে।