অস্ট্রেলিয়ান বাংলাদেশিদের সাফল্যের খাতায় আরেকটি নাম যুক্ত হল সরোদ শিল্পী তানিম হায়াত খান রাজিত

অস্ট্রেলিয়ান বাংলাদেশিদের সাফল্যের খাতায় আরেকটি নাম যুক্ত হল সরোদ শিল্পী তানিম হায়াত খান রাজিত

কমনওয়েলথ গেমস ২০১৮ -সমাপনী অনুষ্ঠানের কনসার্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন তানিম হায়াত খান যা অস্ট্রেলিয়ান বাংলাদেশিদের সাফল্যের খাতায় আরেকটি নাম যুক্ত হল । গত ১৩.০৪.২০১৪ তারিখে হয়ে গেল কমনওয়েলথ গেমস, গোল্ডকোস্ট, ২০১৮ -এর  সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত ‘Ecstatic Concert’. কনসার্টটি গোল্ডকোস্টের সারফার্স প্যারাডাইসের বিশাল স্টেজে ওপেন এয়ারে অনুষ্ঠিত হয়। এই কনসার্টে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন শিল্পীদের নিয়ে আয়োজিত সেগমেন্টটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলদেশী সরোদ শিল্পী তানিম হায়াত খান রাজিত। এই কনসার্টটিতে উপমহাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আর্টিস্টরা আসলেও তানিম অস্ট্রেলীয়া থেকেই বাংলাদেশী শিল্পী হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। অস্ট্রেলীয়াতে বাংলাদেশী অভিবাসনের ইতিহাসে অস্ট্রেলীয়া প্রবাসী কোন বাংলাদেশী আর্টিস্টের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পারফর্ম করার এটি প্রথম ঘটনা। কনসার্টটিতে আর কোন মিউজিশিয়ানের সলো সেগমেন্ট না থাকলেও তানিম হায়াত খানের নিজস্ব একটি সেগমেন্ট ছিল যেটিতে তিনি প্রথমে ভারতের শীর্ষস্থাণীয় লোকশিল্পী ‘ভোজপুরী কুইন’ কল্পনা পাটোয়ারীর সাথে ডুয়েটে বাংলাদেশী লোকসঙ্গীত তুলে ধরে সরোদের মাধ্যমে। শেষে তিনি ওনার একক পরিবেশনা দিয়ে শেষ করেন।
কমনওয়েলথ গেমেসের ‘Ecstatic Concert’ মিউজিক ডিরেক্টর ছিলেন স্যাম মিলস (ইংল্যান্ড)। আর্টিস্টরা ছিলেন:
স্যাম মিলস (গীটার, মিউজিক ডিরেক্টর, ইংল্যান্ড)
সুশীলা রমন (ভোকাল, কিউরেটর, ইংল্যান্ড)
ডাডলী ফিলিপ্স (বেজ, ইংল্যান্ড)
প্রসন্ন থিবারাজ (সাউথ ইন্ডিয়ান পারকাশন, ইংল্যান্ড)
এমবার কানান (কর্নাটকি ভায়োলিন, ভারত)
কল্পনা পাটোয়ারী (ভোকাল, ভারত)
তানিম হায়াত খান (সরোদ, বাংলাদেশ)
রিজওয়ান আলী খান (ভোকাল, পাকিস্তান)
মুয়াজ্জাম আলী খান (ভোকাল, পাকিস্তান)
রাহাত আলী (ভোকাল, পাকিস্তান)
সামান লেনিন (ভোকাল, শ্রীলংকা)
সম্বিত চ্যাটার্জি (ড্রামস, ভারত)
ভেনাসা টমলিনসন (জাইলোফোন, মারিমা, পারকাশন, অস্ট্রেলীয়া)

তানিম হায়াত খান রাজিত : একজন সরোদ শিল্পী, কম্পোজার এবং গায়ক ׀ তানিম হায়াত খান এর সবচেয়ে বড় পরিচয় হলো তিনি বিশ্ব বরেণ্য সংগীত ঘরানা সেনিয়া মাইহার ঘরানার একজন সদস্য ׀ তানিম ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব বিখ্যাত সন্তান উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের ছোট ভাই ব্রাহ্মণবাড়িয়ার আরেক উপমহাদেশ খ্যাত সুরবাহার শিল্পী উস্তাদ আয়েত আলী খাঁ সাহেবের নাতি׀ তানিম সংগীত বিশেষজ্ঞ মোবারক হোসেন খান আর ৬০ এর দশকের জনপ্রিয় সংগীত শিল্পী ফওজিয়া ইয়াসমিনের কনিষ্ঠ সন্তান ׀ এছাড়াও তানিমের তিন খালাই গানের জগতের বাংলাদেশে অত্যন্ত পরিচিত মুখ। তাঁরা হলেন ফরিদা ইয়াসমিন , নিলুফার ইয়াসমিন এবং সাবিনা ইয়াসমিন׀
তানিম তার সংগীত জীবন শুরু করেন তবলার মাধ্যমে ׀এরপর তানিম পশ্চিমা সংগীতের সাথে পরিচিত হন , হাতে তুলে নেন গিটার ׀ মিউজিক ডিরেক্টর সজল দাসের কাছে তিনি কর্ড প্রোগ্রেশন আর বেজ গিটার শিখেন। ১৯৯৮ সালে তানিম সরোদ হাতে তুলে নেন ׀ ওনার সরোদে হাতে খড়ি ওনার চাচাতো ভাই উপমহাদেশখ্যাত সরোদিয়া উস্তাদ শাহাদাত হোসেন খান এর কাছে ׀
সরোদ এর পাশাপাশি তানিম একজন মিউজিক কম্পোজার ও সংগীত শিল্পী ׀ ২০১৮ তে রাজিতের অডিও অ্যালবাম “তুমি যদি চাও ” রিলিজ হয়েছে  ׀

তানিম ও তার দল মিলে বাংলাদেশকে নিয়ে গত ২৬শে মার্চ অবমুক্ত হল ‘‘মা আমার মা, মাটি আমার মা’ এই গানটি।