বিশ্ব মা দিবস মা’

বিশ্ব মা দিবস মা’

আবুল কালাম আজাদ খোকন:পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। ভালোবাসা আর নিরাপদ আশ্রয়ের শ্রেষ্ঠ জায়গা। মা শাশ্বত, চিরন্তন। আজ ১৩ মে বিশ্ব মা দিবস। সুসন্তানের জন্য মাকে নিয়ে দিবসটি হয়তো উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী মা দিবস পালিত হয়।

যুক্তরাষ্ট্রে মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর স্বীকৃতি ও প্রসার ঘটে ১৯১৪ সালে। এরই ধারাবাহিকতায় আমেরিকার সাথে এবার ১৩মে ‘মা দিবসটি’ পালন করছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া, জার্মানীসহ ৪৬টি দেশ। অনেকের মতে, মাদার্স ডে-এর প্রচলন প্রথম শুরু করে গ্রীকরা। সন্তানের জন্য গর্ভধারিণীকে ভালোবাসার সন্তানের জন্য আসলে কোন বিশেষ দিন থাকে না। তার পরও আনুষ্ঠানিকভাবে অন্তত একটি দিন মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশ এবং নানাভাবে নিজের মায়ের মহিমা উপস্থাপনের সুযোগ আসে এই মা দিবসে। মা’-এর সর্বজনীনতা : ‘মাতৃত্ব’ একটি বোধ।