অস্ট্রেলিয়া পোস্টে পাবেন বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ডাক টিকিট

অস্ট্রেলিয়া পোস্টে পাবেন বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ডাক টিকিট

অস্ট্রেলিয়ার ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার ডাক টিকিটে ‘পার্সোনালাইজড স্ট্যাম্প অফার’ প্রকল্পের আওতায় কোন বাঙালি রাষ্ট্র প্রধানদের ছবি সম্বলিত ডাক টিকিট প্রকাশিত হয়েছে। দুইটি ডাক টিকিটের একটিতে আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যটিতে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই কাজটি সম্পন্ন করতে প্রথম পরিকল্পনায় নেন নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সভাপতি হাসান শিমুন ফারুক রবিন এবং এই বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরকালে এই পরিকল্পনাটি উপস্থাপন করেন। রবিনকে সহায়তা করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ এবং সার্বিক সহায়তা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে ডাকটিকেটদ্বয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ডাকটিকেটদ্বয় জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ উপহার বলে রবিন এবং মিল্টন হাসনাৎ ফেসবুকে স্ট্যাটাস দেন।