অস্ট্রেলিয়া গড়ার কারিগর শান্তিতে চলে গেলেন

অস্ট্রেলিয়া গড়ার কারিগর শান্তিতে চলে গেলেন

অস্ট্রেলিয়ার আধুনিক অর্থনীতির প্রধান কারিগর এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী বব হক ১৬ মে সন্ধ্যায় নিজ বাসভবনে চিরতরের জন্য শান্তিতে ঘুমিয়ে গেছেন। প্রভাবশালী এই রাজনীতিবিদ ৮৯ বছর বয়সে পৃথিবীকে বিদায় বললেন।

ক্যারিশমাটিক এই রাজনীতিবিদ ১৯৮৩ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশকে নেতৃত্ব দেন। অস্ট্রেলিয়ার অর্থনীতিকে আধুনিকায়ন এবং চাঙা করতে মূল ভূমিকা ছিল তার।

তার স্ত্রীর জানিয়েছে, ‘শান্তিপূর্ণভাবে’ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বব। ‘আজ আমরা বব হককে হারালাম। যুদ্ধপরবর্তী যুগে সে-ই ছিল অস্ট্রেলিয়ার সেরা নেতা,’ বলছিলেন তার স্ত্রী।

বব ১৯৪৭ সালে মাত্র ১৮ বছর বয়সে লেবর পার্টিতে যোগ দেন। এরপর ১৯৫৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেও রাজনীতি ছাড়েননি।

এক সময় যোগ দেন ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে। ১৯৮০ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। দলের দায়িত্ব নেন তিন বছর বাদে।

বব তার সামাজিক নীতির জন্য বেশি পরিচিত ছিলেন। একবার ঘোষণা দেন, তিনি এমন এক অস্ট্রেলিয়া নির্মাণ করতে চান যেখানে দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে কোনো শব্দ থাকবে না।