একুশে একাডেমী অষ্ট্রেলীয়ার বার্ষিকী সাধারন সভা এবং নতুন কমিটি গঠন

একুশে একাডেমী অষ্ট্রেলীয়ার বার্ষিকী সাধারন সভা এবং নতুন কমিটি গঠন

গত ৬ই নভেম্বর, ২০২০ রবিবার রকডেলের রেডরোজ ফাংশন সেন্টারে একুশে একাডেমি অস্ট্রেলিয়া ইনক-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং নতুন কার্যকরী কমিটি ২০২০-২০২২ গঠন করা হয়।

১৯৫২ ও ১৯৭১এর মহান শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে ্সাহদারন সভা শুরু হয়। একুশে একাডেমীর সভাপতি ডঃ স্বপন পালের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে একাডেমীর সাধারন সম্পাদক জন্মেজয় রায় এবং ট্রেজারার বুলবুল আহম্মেদ তুলে ধরেন গত দুই বছরের সাধারন ও আর্থিক রিপোর্ট।

সাধারন একুশে একাডেমীর সদস্যরা আগামীতে একুশে একাডেমীর করনীয়, ব্যর্থতা ও সুযোগের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর পর্বে অংশগ্রহণ করেছিলার্থিক সভ্যরা, যা একাডেমির আগামীতে পথচলায় সহযোগিতা করবে বলে মনে করেন একাডেমীর সংশ্লিস্টরা। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনটি একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক গত ২৩ বছর এই কমিউনিটিতে প্রানস্পন্দন হিসেবে কাজ করে যাচ্ছে ।

সভাপতি ডঃ স্বপন পালের ঘোষণার মাধ্যমে পুরাতন কমিটিকে বিলুপ্ত করে ডঃ মাকসুদুল বারীকে ইলেকশন কমিশনার আর মফিজুল হককে সহকারী ইলেকশন কমিশনার ঘোষণা করেন। উপস্থিত আর্থিক সদস্যদের উম্মুক্ত ভোটে নতুন কমিটি গঠন করা হয়।

১৩ সদস্যবিশিষ্ট নব-নির্বাচিত নিম্মরূপঃ

১। সভাপতিঃ আব্দুল মতিন

২। সহ-সভাপতিঃ ডঃ সুলতান মাহমুদ

৩। সাধারন সম্পাদকঃ রওনক হাসান

৪। সহ-সাধারন সম্পাদকঃ বুলবুল আহমেদ সাজু

৫। অর্থ সম্পাদকঃ মুহাম্মদ কামরুল ইসলাম

৬। সাংস্কৃতিক সম্পাদকঃ সাঈদ আশিক সুজন

৭। প্রকাশনা সম্পাদকঃ ডঃ সাখাওয়াৎ নয়ন

সদস্যঃ

১। নেহাল নেয়ামুল বারী

২। ডঃ স্বপন পাল

৩। ডাঃ আব্দুল ওয়াহাব

৪। আল নোমান শামীম

৫। ডঃ মনিরা হক

৬। আব্দুস সাত্তার