জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার বিজয় উৎসব পালিত !

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার বিজয় উৎসব পালিত !

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবগঠিত অস্ট্রেলিয়া এলামনাই এসোসিয়েশন উদ্যোগ গত ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার (২রা পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ) প্রথমবারের মত বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে সিডনীর সাউথ- ওয়েস্টার্ন সাবার্ব মিন্টোর রন-মুর কমিউনিটি সেন্টার প্রঙ্গনে ছিল সাজসাজ রব। বিকাল ৪টা থেকে অনুষ্ঠানস্থল বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়া প্রবাসী শতাধিক সাবেক শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে। কাব্য ছন্দে-গীতিতে মেতে ওঠে বিজয় উৎসবে।
এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক সাইফ সেকান্দার রাফায়েলের সভাপতিত্বে উৎসবের শুরুতে পরিবেশিত বাংলাদেশের জাতীয় সংগীত।
বিজয় দিবস উপলক্ষে গান ও কবিতার বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী/ সাংস্কৃতিক ব্যক্তিত্ব বনফুল, লুনিয়া, লিটন, নিয়াজ, তুলি, চমন , মিরোভা, স্বর্না, জাওয়াদ, নিশা, সাঈদা প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় কাউন্সিলর মাসুদ চৌধুরী, সিনিয়র সিটিজেন কায়সার আহমেদ সহ গন্যমান্য ব্যক্তি বর্গ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক তাহমিনা বীনা ও রাশিদুল মোবাশ্বের মিকন। এ ছাড়াও অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফুজুল চৌধুরী খসরু, বিজয় ভৌমিক, জাকির আলম লেনিন, সরদার যোবায়ের হোসেন( আরিফ), কামাল পাশা, লামিয়া আহমেদ লুনিয়া সহ আরো অনেকেই।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিজয় দিবস উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়।