গ্রেফতার হলেন হেমা মালিনির গাড়ির চালক

গ্রেফতার হলেন হেমা মালিনির গাড়ির চালক

অনলাইন ডেস্কঃ ৪ জুলাই ২০১৫

বেপরোয়া গাড়ি চালানো এবং অবহেলায় এক শিশুকে হত্যার দায়ে গ্রেফতার হলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ হেমা মালিনির গাড়ির চালক। সোনম নামে ওই শিশুর বাবা এফআইআর দায়ের করলে রমেশ চাঁদ নামে ওই চালককে আজ আটক করে সংশ্লিষ্ট পুলিশ।
মথুরা থেকে রাজস্থানের জয়পুর যাওয়ার পথে গতকাল রাতে দুর্ঘটনায় পড়ে হেমা মালিনির মার্সিডিজ বেঞ্জ গাড়িটি। বিপরীত দিক থেকে একটি মারুতি আলটো গাড়ির সঙ্গে রাজস্থানের দুসারে মুখোমুখি সংঘর্ষ হয় হেমার গাড়িটির। এতে কপালে মারাত্মক আঘাত পান হেমা। সংঘর্ষে গাড়ির পেছনের সিট থেকে সামনে এসে পড়লে তার কপাল ফেটে যায়। আর মারুতিতে থাকা চার বছর বয়সী শিশু সোনম ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া গাড়িটির আরো তিন ব্যক্তি আহত হন।

অভিনেত্রী হেমার গাড়ির চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে শিশু সোনমের বাবা হনুমান মহাজন জয়পুরের কোতোয়ালী পুলিশ স্টেশনে চালক রমেশের বিরুদ্ধে একটি এফআইআর করেন। আইপিসির ২৭৯ [বেপরোয়া গাড়ি চালানো] ও ৩০৪ ধারায় [অবহেলার কারণে মৃত্যু ঘটানো] রমেশের বিরুদ্ধে এফআইআরটি নিবন্ধন করেন। পরে পুলিশ তাকে আজ গ্রেফতার করে। গাড়ি দুটিকেও জব্দ করা হয়েছে।

(সুত্রঃ বিডি-প্রতিদিন, ৩ জুলাই ২০১৫)