বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

অনলাইন ডেস্ক: ১ অগাস্ট, ২০১৫
টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল প্রথম সেশনের খেলা। তবে বিরূপ আবহাওয়ায় মাঠে বল গড়াতে পারেনি।

পরে বেলা ১২টা পর্যন্ত অপেক্ষা করে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড কেটেলবরো।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড পুরোটাই ঢাকা ছিল কাভার দিয়ে। বৃষ্টির জন্য বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল হোটেল থেকেই বের হয়নি।

প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান। ১৩ রানে অপরাজিত থাকেন নাসির হোসেন।

বৃষ্টির কারণে এর আগে বচট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের খেলা ড্র হয়েছিল।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, লিটন দাস, মোহাম্মদ শহিদ, মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেন।

দক্ষিণ আফ্রিকা দল: ডিন এলগার, স্টিয়ান ভ্যান জিল, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি, টেম্বা বাভুমা, ডেন ভিলাস, জেপি ডুমিনি, ভার্নন ফিল্যান্ডার, ডেল স্টেইন, সাইমন হার্মার ও মর্নে মরকেল। সূত্র:সমকাল