অভূতপূর্ব আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে গত ২৬শে অক্টোবর সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সিডনীতে বিএনপির অন্তর্বর্তীকালীন নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৭.৩০মিনিটে সিডনীর বনফুল রেস্টুরেন্টের ফাংশান সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতপর লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদ্ক ও অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক মনিরুল হক জর্জ।
উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ায় বিএনপি দীর্ঘদিন যাবত কয়েকটি ভাগে বিভক্ত ছিল। সর্বশেষ ২০০৩ সালের পর গত ১২ বছরে ধরে এই দল সমঝোতার নানা চেষ্টা করে আসছে।এই প্রচেষ্টার অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় বহুভাগে বিভক্ত বিএনপি’র নেতৃবৃন্দকে একই আদর্শে কাজ করার জন্য গত ৫ই অক্টোবর জাতীয়তাবাদী দল ও অস্ট্রেলিয়া শাখার বিভিন্ন উপদলের সমন্বয়ে নবীন এবং প্রবীণ নেতৃবৃন্দের ঐক্যমতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে একটি অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটি গঠিত হয়। মনিরুল হক জর্জকে আহ্বায়ক এবং সোহেল মাহমুদ ইকবালকে সদস্য সচিব করে তিন মাস মেয়াদি একত্রিশ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটিতে সর্বসম্মতিতে নিন্মলিখিত পাঁচটি প্রস্তাবনা গৃহীত হয়। প্রস্তাবনা গুলো ছিলঃ
১) বর্তমানে যে গ্রুপ গুলো সক্রিয় তার নেত্রীবৃন্দকে সকল গ্রুপের কার্যক্রমস্থায়ী ভাবে বন্ধ করতে হবে। অস্ট্রেলিয়া বিএনপিতে যে গ্রুপ গুলো সক্রিয় তার সকল নেত্রীবৃন্দকে লিখিত ভাবে সকল প্রকার গ্রুপ ভিত্তিক কার্যক্রম থেকে সরে আসতে হবে।
২) পরবর্তী মূল কমিটি গঠন হবার আগ পর্যন্ত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে একটি পরিচালনা পরিষদ গঠন করা হবে যার মাধ্যমে সংগঠন পরিচালিত হবে পরবর্তী তিন মাস পর্যন্ত। পাশাপাশি-
ক) এই পরিচালনা পরিষদ একজন পরিচালক নির্বাচন করবেন পরবর্তী তিন মাসের জন্য এবং
খ) ঠিক এমনি ভাবে প্রতি তিন মাস অন্তর পর্যায়ক্রমে একজন করে সদস্য সচিব নির্বাচিত হবেন।
৩) এই সদস্য সচিব পরিচালকের নির্দেশ মোতাবেক পরিচালকের সহকারী হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।
৪) উপস্থিত সকল উপদলের বাহিরেও যারা বিএনপি’র রাজনীতির সাথে জড়িত, তাদের জন্য উক্ত পরিষদের সাথে কাজ করার সুযোগ উন্মুক্ত থাকবে, তবে উক্ত প্রস্তাবনা মেনে চলতে হবে।
৫) কোন বৈধ কমিটি গঠিত হবার সঙ্গে সঙ্গে তার প্রতি আনুগত্য প্রকাশ করে পরিচালনা পরিষদের বিলুপ্তি ঘোষিত হবে।
সর্বসম্মতি ক্রমে প্রস্তাবনা গৃহীত হবার পর এই সাংবাদিক সম্মেলনের আয়োজনের মাধ্যমে তা সার্বজনীন ভাবে অনুসরণ করার পদক্ষেপ নেয়া হয়। এছাড়া বি এন পি’র সকল সদস্যবৃন্দ সম্মিলিত ভাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সদস্যবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে কাজ করে যাবে বিএনপি নেতৃত্বাধীন এই দলীয় জোট। দলীয় কার্যক্রমকে আরও সুসংহত করতে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। তারই অংশ হিসেবে সিডনীর এই সংবাদ সম্মেলন। নতুন কমিটি একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রেখে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনবে। তাদের দক্ষ নেতৃত্বে প্রবাসে গনতন্ত্র আন্দোলনে বিশেষ ভূমিকা রাখবে। এই সাংবাদিক সম্মেলনে সিডনী বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান বিএনপি নেতৃবৃন্দ আগামী তিন মাসের মধ্যেই দলীয় নেতৃত্বের কোন্দল পরিহার করে একটি স্থায়ী কমিটি গঠন করতে পারবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপির ঐক্যজোট উপলক্ষে আয়োজিত সিডনির সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর ও বিভক্ত গ্রুপের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বি এন পি’র সাবেক সভাপতি ডা. আবদুল ওহাব, মিডিয়া কোঅর্ডিনেটর রুহুল আহমেদ সওদাগর, আবুল হাছান, লুতফুর কবির, ফজলুল হক শফিক, ডা.জাহিদুল ইসলাম, রিয়াজ উদ্দিন মনি, আবদুল মতিন উজ্জ্বল, কায়েস মাহমুদ জনি প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকগণের মধ্যে ছিলেন বাংলা সিডনি’র সম্পাদক আনিসুর রহমান, এসবিএস রেডিওর বাংলা বিভাগের প্রধান রেজা আরেফিন, বিদেশবাংলা ২৪ ডট কম এর সম্পাদক মোহাম্মদ আবদুল মতিন, এবিসি বাংলা ডট নেটের সম্পাদক নাইম আবদুল্লাহ, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ, বাসভূমি’র সম্পাদক আকিদুল ইসলাম, এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী রাশেদ শ্রাবন, যমুনা টিভি’র অস্ট্রেলিয়া প্রতিনিধি হাসান তারিক, আরটিভি’র সিডনি প্রতিনিধি সুলতানুল আরেফিন এবং এনটিভি অস্ট্রেলিয়ার হেড অব কর্পোরেট সায়মন সারোয়ার। সংবাদ সম্মেলন শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
(কাজী সুলতানা শিমি, ২৭ অক্টোবর ২০১৫)