বাংলা লোকমেলা উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত

বাংলা লোকমেলা উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহঃ আগামী ২ অক্টোবর)রবিবার)গ্লেনফিল্ডস্থ সিডন পার্কে দিনব্যাপী বাংলা লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ আস্ট্রেলিয়া ওয়েলফেয়ার সোসাইটিএক সাংবাদিক ও সুধী সমাবেশের আয়োজন করে

গতকাল ২৮ অগাস্ট (রবিবার) বিকেলে আয়োজিত সুধী সমাবেশের এই মতবিনিময় সভায় উপস্থিত সুধীবৃন্দ আয়োজকদের বিভিন্ন গঠনমুলক পরামর্শ প্রদান করেন। বিকেল ৪.২০ মিনিটে অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত মরহুম ডঃ আব্দুল হক ও ডঃ সেলিম আক্তারের রূহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আয়োজকদের সাথে সাংবাদিক ও সুধী বৃন্দের সাথে মতবিনিময় সভায় উপস্থিত সুধীবৃন্দ অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা বাঙালী প্রজন্মকে জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও এর গৌরবময় ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়াসহ ছোট ছোট বাচ্চাদের সারাবেলা কিভাবে আনন্দে মাতিয়ে রাখা যায় তার উপর বিশেষ গুরুত্ব দিয়ে মতামত প্রদান করেন তাছাড়াও এই লোকমেলার সৌন্দর্য বর্ধনে দেশীয় ঐতিহ্য, পুঁথি পাঠ, লোক সংস্কৃতি, ভাটিয়ালি, জারি সারি, বাউল, কবি গান, দেশীয় পোশাক ও যন্ত্রসঙ্গীত অন্তর্ভুক্তি করা সহ মূলধারা থেকে স্পন্সর সংগ্রহের ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়।

আয়োজক কমিটি লোকমেলার ব্যাপক প্রস্তুতি ও সারাদিনব্যাপী আর্ট ওয়ার্কশপের অন্তর্ভুক্তির বিষয়টি উপস্থিত সাংবাদিক ও সুধীবৃন্দদের অবহিত করেন এবং তাদের পরামর্শের যথাযথ বাস্তবায়নেরও অঙ্গীকার প্রদান করেন।

সভাপতি মতিউর রহমান খান মেলা কমিটির আহবায়ক ইসমাইল মিয়া, মুনির হোসেন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ, প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সিডনি থেকে প্রকাশিত অনলাইন ও পেপার পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন