অ্যাডিলেডে টেস্টে অস্ট্রেলিয়া দলে ৬টি পরিবর্তন

অ্যাডিলেডে টেস্টে অস্ট্রেলিয়া দলে ৬টি পরিবর্তন

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের জন্য ১২ সদস্যের দলে ছয়টি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। এদের মধ্যে তিন জন নতুন মুখ, বাকী তিনজন দলে ফিরেছেন।

৩২ বছর পর এক টেস্টের জন্য ৬টি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। দলে সবশেষ এমন পরিবর্তন হয়েছিল ১৯৮৪ সালে।

অ্যাডিলেডে তিন নতুন মুখ হচ্ছে, ম্যাথিউ রেনশ, পিটার হ্যান্ডসকম ও নিক ম্যাডিনসন। দলে ফিরেছেন দুই পেসার অভিষেকের অপেক্ষায় থাকা চ্যাড সায়ার্স ও জ্যাকসন বার্ড।

পিটার নেভিল জায়গা হারানোয় দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েড। বাদ পড়েছেন জো বার্নস, জো মেনি ও ক্যালাম ফার্গুসন, অ্যাডাম ভোজেস।

ফিরে আসা তিনজনের মধ্যে কেবল চ্যাড সায়ার্স কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি। ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে এ পেসার নিয়েছেন ১৮৬ উইকেট।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিবা-রাত্রি টেস্ট শুরু হবে বৃহস্পতিবার।