অনলাইন ডেস্কঃ স্মার্টফোনের অপব্যবহারের নানা নজির গোটা পৃথিবীতে দেখা গেছে। কিন্তু কয়েকদিন আগে চীনের একটি সুইমিং পুলে যে ঘটনা ঘটেছে, তা দেখলে হাড় হিম হয়ে যেতে বাধ্য।
চীনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হাওহাও নামে চার বছরের ওই শিশুপুত্রকে নিয়ে একটি স্পা’র ওই হট স্প্রিং পুলে নেমেছিলেন জিয়াও নামে ওই মহিলা। এরপরেই নিজের স্মার্টফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
পুলটি এমনিতে খুব বেশি গভীর নয়। প্রথমে ছোট্ট হাওহাও পুলের ধারেই ছিল। কিন্তু একটু এগিয়ে যেতেই পুলের তুলনামুলক গভীর অংশে চলে যায় সে। তখনই ভারসাম্য হারিয়ে ফেলে ছোট্ট শিশুটি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মহিলার ঠিক পিছনে যখন তার সন্তান পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, তখন সেদিকে কোনও নজরই দেননি তিনি। কারণ তখন তিনি নিজের মোবাইল ঘেঁটে চলেছেন। প্রায় তিন মিনিট পানিতে হাবুডুবু খাওয়ার পরে শিশুটি পানির তলায় ডুবে যায়। এর কিছুক্ষণ পরে নিজের সন্তানের খোঁজ শুরু করেন ওই মহিলা।
ছেলেকে না পেয়ে শেষ পর্যন্ত ওই স্পা’র নিরাপত্তাকর্মীর সাহায্য নেন ওই মহিলা। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা পরে ছোট্ট শিশুটির নিথর দেহ উদ্ধার হয়।
অবাক করার মতো বিষয় হল, সিসিটিভি ফুটেজেই দেখা গেছে, পুলে সেই সময়ে আরও বেশ কয়েকজন ছিলেন। কিন্তু শিশুটিই যে ডুবে যাচ্ছে, তা কারো নজরেই পড়েনি। তদন্তের জন্য পুলিশ ওই স্পা-টি বন্ধ করে দিয়েছে।
কিন্তু এই ঘটনা প্রমাণ করে দিল, শিশুদের উপরে নজরদারির সামান্য গাফিলতিও কি মর্মান্তিক পরিণতি ঘটাতে পারে। একই সঙ্গে স্মার্টফোন আসক্তির কী বিপদ হতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ এই ঘটনা। (সূত্র: স্বাধীনবাংলা২৪ডটকম)