১৮তম গ্র্যান্ডস্ল্যাম জিতে ফেদেরারের নতুন ইতিহাস

১৮তম গ্র্যান্ডস্ল্যাম জিতে ফেদেরারের নতুন ইতিহাস

নিজের ক্যারিয়ারর ১৮তম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। রবিবার অস্ট্রেলিয়ান ওপেনে চির প্রতিদ্বন্দ্বি নাদালকে হারিয়ে শিরোপা জিতেন এই সাবেক নাম্বার ওয়ান।

একইসঙ্গে যারা সমালোচনা করছিলেন ফেদেরার যুগ শেষ, তাদেরও যেন এক রকম জবাব দিয়ে দিলেন ফেদেরার। স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬ ও ৬-৩ সেটে হারিয়ে জয় তুলে নেন ফেদেরার।
এমনিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। এছাড়া অনেকদিন পর নাদাল-ফেদেরার দ্বৈরথ। তাই টেনিসপ্রেমীদের চোখ ছিলো এই ফাইনালের দিকে। হতাশ করেন সাবেক বিশ্বসেরারা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছেন তারা।
তবে শেষ হাসি হাসলেন ফেদেরার। ঘরে তুললেন নিজের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম।
তাই ম্যাচ শেষে দারুণ খুশি ফেদেরার, ‘দীর্ঘদিন পর গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিততে পেরে দারুণ লাগছে। এমন পারফরমেন্সে বুঝতে পারছি, আমি এখনো ফুরিয়ে যাইনি। আশা করছি আরও অনেক শিরোপা জিতে ক্যারিয়ার শেষ করতে পারবো।’
তবে ফাইনাল হেরে হতাশ নাদাল, ‘ফেদেরার সাথে লড়াই করাটা সবসময়ই কঠিন। এ ম্যাচে তা আরও একবার প্রমাণ হলো। আমি আমার সেরাটা খেলতে পারিনি। সেরাটা খেলতে পারলে ফলাফল অন্যরকম হতো।’ (ইত্তেফাক)