২০১৬ সালে জার্মানিতে অভিবাসীদের উপর গড়ে ১০টি করে আক্রমণ হয়েছে বলে জানিয়েছে দশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সহিংসতায় ৫৬০ অভিবাসী আহত হয়েছে যাদের মধ্যে ৪৩টি শিশু রয়েছে।
হামলার তিন-চতুর্থাংশ অভিবাসীদের আশ্রয়স্থলে হয়েছে আর ১ হাজার আক্রমণ হয়েছে বাড়িতে। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে অভিবাসীদের জন্য সীমান্ত খুলে দেয়ার পর থেকে তাদের প্রতি বিদ্বেষপ্রসূত অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে দেশে চরম বিভক্তি সৃষ্টি হয়েছে।
২০১৬ সালে জার্মানিতে ২লক্ষ ৮০ হাজার আশ্রয়প্রার্থী এসেছে। ২০১৫ সালে এসেছিল ৮ লাখেরও বেশি। তুরস্কের সঙ্গে চুক্তি করে বলকান রুট বন্ধ করে দেয়ার পরে শরণার্থীর প্রবাহ কমেছে। (ইত্তেফাক)