কাজী সুলতানা শিমি :অস্ট্রেলিয়ায় বৈশাখী মেলা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে সংবর্ধনা দিয়েছেন সিডনি প্রবাসী বাংলাদেশিরা। ১৭ই এপ্রিল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া ও বঙ্গবন্ধু পরিষদ সিডনির যৌথ আয়োজনে সিডনির রকডেল রেডরোজ ফাংশন সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নুর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সিরাজুল হক।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি গিয়াস উদ্দিন মোল্লা।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক গাউসুল আজম শাহাজাদা, বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়া ইন্ক্ এর সভাপতি ডঃ মাসুদুল হক ,ডঃ রফিকুল ইসলাম,ডঃ কাইয়ুম পারভেজ,বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুন,স্টে্রটফিল্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর রাজ দত্ত,এক্স কাউন্সিলর মাইকেল হাওয়ার্ড, এক্স কাউন্সিলর প্রবীর মৈত্র ,অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন,বাসভূমি টেলিভিশনের পরিচালক আকিদুল ইসলাম,শাহে জামান টিটু,স্বাধীন কণ্ঠের সম্পাদক আব্দুল আউয়াল।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ প্রবাসী বাংলাদেশিদের নববর্ষ উদযাপনের আয়োজনকে স্বাগত জানিয়ে দেশীয় সংস্কৃতি চর্চাকে অব্যাহত রাখার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ডঃ রতন কুন্ড , ডঃ অপর্ণা গোস্বামি , বিলকিস জাহান (মহিলা বিষয়ক সম্মাদক ),আব্দুল বারেক খান (কোষাধ্যক্ষ ), জাহাঙ্গীর আলম চোধুরী , আলতাফ হোসেন , নির্মল কোস্টা , জাহিদ হোসেন, আব্দুল বাশার বাসু , মেহেদী হাসান কঁচি , সারওয়ার হোসেন, মি. প্রদীপ , তারিক লিপু, সুরিদ সোহাদ হক , কাজী আরমান, আমিনুল ইসলাম রুবেল (প্রেসিডেন্ট, ছাত্রলীগ অস্ট্রেলিয়া), জাকারিয়া আল মামুন স্বপন দেওয়ান(প্রেসিডেন্ট, স্বেচ্ছাসেবক লীগ, অস্ট্রেলিয়া) । এছাড়া ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগ ও যুব লীগের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিমুল ফারুক রবিন, কামরুজ্জামান লিটন, মুসলেউর রাহমান খুসবু, তারিকুল ইসলাম এবং সঞ্জয় টাবু।
মাননীয় মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি ও সাধারণ সম্মাদককে স্বারক হিসেবে একটি নৌকা উপহার দেন।
সবশেষে আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।