রবীন্দ্রজয়ন্তীতে নির্মিত প্রামাণ্যচিত্র

রবীন্দ্রজয়ন্তীতে নির্মিত প্রামাণ্যচিত্র

রবীন্দ্রজয়ন্তীরবীন্দ্রজয়ন্তী

আগামী ৭ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘রবীন্দ্রনাথ (২০১৭)’। আর এ নিয়ে ২৮ এপ্রিল, সকাল ১০টা বাজে পাবলিক লাইব্রেরী, সেমিনার কক্ষে এক উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের ওপর ‘রবীন্দ্রনাথ ২০১৭’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন তরুণ কবি ও নির্মাতা শ্যামল চন্দ্র নাথ। অনুষ্ঠাটিতে উপস্থিত থাকবেন আহমদ রফিক, কবি ও রবীন্দ্র গবেষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ। অনুষ্ঠানটি সঞ্চলনা করবেন কথাসাহিত্যিক ঝর্না রহমান।

উল্লেখ্য, এই প্রামাণ্যচিত্রের শুটিং হয়েছে বাংলাদেশ, ভারত এবং জাপানে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। এটি রবীন্দ্রনাথের উপর বিশ্লেষণধর্মী প্রামাণ্যচিত্র। এতে রবীন্দ্রনাথের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পবিত্র সরকার (ভারত), ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ভাষা সৈনিক আহমেদ রফিক, ইমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, প্রাবন্ধিক যতীন সরকার এবং গানে রেজওয়ানা চৌধুরী বন্যা (বাংলাদেশ)  এবং জাপানে অংশ নিয়েছেন প্রাবন্ধিক প্রবীর বিকাশ সরকার।

প্রামাণ্যচিত্রটিতে রবীন্দ্রনাথের এই বঙ্গে যাপিত জীবন ছাড়াও বৈশ্বিক রবীন্দ্রনাথ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এছাড়া এখানে রবীন্দ্রনাথের সংকট-উত্তরণের বিষয়েও প্রাধান্য পেয়েছে। প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে ফুল ফ্রেম মিডিয়া। (প্রিয়.কম)