লন্ডন ব্রিজে হামলা : তিন সন্দেহভাজন সহ মোট ছয় জন নিহত এবং ২০ জন গুরুতর আহত

লন্ডন ব্রিজে হামলা : তিন সন্দেহভাজন সহ মোট ছয় জন নিহত এবং ২০ জন গুরুতর আহত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেন্দ্রে ব্যস্ত লন্ডন ব্রিজে হামলার ঘটনায় লন্ডন ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, একটি গাড়ি কয়েকজন পথচারিকে আঘাতের পর ব্রিজটি সাময়িক বন্ধ করা হয়েছে।

এছাড়াও ভক্সহল ও বরো মার্কেটসহ কয়েকটি স্থানে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। ঘটনার পর সেখানে প্রচুর পরিমাণে সশস্ত্র পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে, তারা সেতু্র ঐ ঘটনাটি নিয়ে কাজ করছে।

ঘটনার সময় বিবিসির সাংবাদিক হলি জোন্স লন্ডন ব্রিজে ছিলেন। তিনি বলেন, একজন পুরুষ “ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে” গাড়িটি চালাচ্ছিল।

সর্বশেষ খবর অনুযায়ী ,এই  পর্যন্ত তিন সন্দেহভাজন সহ মোট ছয়  জন নিহত এবং ২০ জন গুরুতর আহত   হয়েছে । আর ঘটনা স্থল থেকে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ।