বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার নতুন কার্যকরী কমিটি ২০১৭-১৮ গঠন

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার নতুন কার্যকরী কমিটি ২০১৭-১৮ গঠন

গতকাল রকডেলস্হ কস্তরী রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে “বঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়া’র মুলতবি বার্ষিক সাধারণ সভা সৌহর্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন অত্র পরিষদের সভাপতি ড. খাইরুল হক চৌধুরী ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক জনাব রফিক উদ্দিন  | সাধারণ সভা শেষে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করতঃ নুতন কমিটি গঠনের লক্ষ্যে রিটার্নিং অফিসার জনাব হারান চন্দ্র সরকারের কাছে দায়িত্বভার অর্পণ করা হয় | রাতের খাবারের বিরতির পরে তিনি নির্বাচন পরিচালনা করেন | নির্বাচনে ড. রতন কুণ্ডুকে সভাপতি, জনাব রফিক উদ্দিনকে সাধারণ সম্পাদক, আব্দুস সোবহানকে কোষাধ্যক্ষ ও অন্যান্য নিবেদিতপ্রাণ নেতৃবর্গের সমন্বয়ে ২০১৭-২০১৮ সালের জন্য একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত হয় | নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে অতীতের ন্যায় ভবিষ্যতেও বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখতে সবার কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া ইনক
কার্যনির্বাহী পরিষদ ২০১৭ -১৮
——————————–
প্রেসিডেন্ট.         : ড. রতন কুন্ডু
ভাইস প্রেসিডেন্ট : ড. রফিকুল ইসলাম
ভাইস প্রেসিডেন্ট : একেএম এমদাদুল হক
ভাইস প্রেসিডেন্ট : হারান চন্দ্র সরকার

জেনারেল সেক্রেটারি : মোঃ রফিক উদ্দিন
যুগ্ম সম্পাদক.          : মোঃ হারুনুর রশিদ
যুগ্ম সম্পাদক           : হাসান শিমুন ফারুক রবিন

কোষাধ্যক্ষ               : মোঃ আব্দুস সোবহান

সাংগঠনিক সম্পাদক : মোঃ আলাউদ্দিন অলোক (TBD)

সাংস্কৃতিক সম্পাদক   : ফারিয়া আহমেদ
যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক: জুয়েল তালুকদার (TBD)

প্রচার ও প্রকাশনার সম্পাদক : মুস্তাফিজুর তালুকদার
যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক : শরীফ মোঃ ওসমান গনি
শিক্ষা ও গবেষণা সম্পাদক : তানভীর আবির (TBD)
যুগ্ম শিক্ষা ও গবেষণা সম্পাদক : পূরবী বড়ুয়া (TBD)

আপ্যায়ন সম্পাদক : মোসলেউর রহমান খুশবু
যুগ্ম আপ্যায়ন সম্পাদক : মোঃ রতন আহমেদ (TBD)

কার্য্যকরী সদস্য :
ড. নিজাম উদ্দিন আহম্মেদ
ড. খাইরুল হক চৌধুরী
ড. অরবিন্দ সাহা
জনাব শাহাদাত হোসেন
জনাব মোঃ আমজাদ হোসেন খাঁন
জনাব খন্দকার মালিক শাফি জাকি
জনাব মাসুদ চৌধুরী
জনাব শামসুল হক বাচ্চু
জনাব সৈয়দ সেরাজুল ইসলাম
জনাব শাহ আলম