নাইম আবদুল্লাহ: অস্ট্রেলিয়া সরকার পরিচালিত জাতীয় গণমাধ্যম ‘অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন’ (এবিসি) এর সাথে ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় সময় গত ২৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে সিডনি এবিসির প্রধান কার্যালয়ে তাদের প্রতিনিধিদের সাথে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠক করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্ম্দ আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সাথে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) আগামীতে কাজ করার ইচ্ছা পোষণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় প্রস্তাব গৃহীত হয়।
“এছাড়া বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, রোহিঙ্গা ইস্যু, সংবাদ বিনিময়, সাংবাদিকদের নীতি- নৈতিকতা, দায়িত্বশীলতা, সাধারণ নীতিমালা ও আচরণবিধির আলোকে যৌথভাবে প্রশিক্ষণ কর্মশালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।”
এর আগে এবিসির হেড অব ইন্টারন্যাশনাল অডিয়েন্স ডেভিড হুয়া ও সহযোগী এরমা সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানানোর পর এবিসির পুরাতন ভবন, লাইব্রেরি ও লাইভ ব্রডকাস্টিংসহ বিভিন্ন উল্লেখযোগ্য অফিস ঘুরিয়ে দেখান।
সাংবাদিক ডেভিড হুয়া জানান, এবিসি ১৯৩২ সালে প্রথম যাত্রার পর বর্তমানে এই প্রতিষ্ঠানে আট শ সাংবাদিক এবং মোট সাড়ে চার হাজার লোক কর্মরত আছেন এবং তাদের ৫৬টি রেডিও স্টেশনও রয়েছে।
তারা ইংরেজি ছাড়াও চায়নিজ, ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির ভাষায় দীর্ঘদিন যাবত সংবাদ পরিবেশন করে আসছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন, জেষ্ঠ্য সহ সভাপতি এম এ ইউসুফ শামীম, নির্বাহী সদস্য রতন কুণ্ডু ও নাইম আবদুল্লাহ।
এবিসি তাদের শুভেচ্ছার নিদর্শন হিসেবে সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল প্রতিনিধি দলকে তাদের ইতিহাস সম্বলিত একটি বই উপহার দেয়।