নাইম আবদুল্লাহ: সিডনি ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন সিডনি ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সুবসা) প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন করেছে ‘বাংলাদেশ কালচারাল নাইট’।
স্থানীয় সময় আগামী ১৭ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ম্যানিং হাউসে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হবে।
সিডনি ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপ রায় জানান, বাংলাদেশি ছাত্রছাত্রীদের পরিবেশনায় থাকবে বাংলাদেশি খাবার, বাংলাদেশের আধুনিক গান ও নাচ সহ বিভিন্ন আয়োজন।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে থাকবেন সাবেক সভাপতি সুজন ফেরদাউস।
অনুষ্ঠানে প্রবেশ মূল্যের টিকেট ১৫ ডলার ঠিক করা হয়েছে। পার্টনার হিসেবে রয়েছে সিডনি প্রেস আ্যান্ড মিডিয়া কাউন্সিল, এনটিভি অস্ট্রেলিয়া ও এফিনিটি।
সারা পৃথিবী জুড়ে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সিডনি ইউনিভার্সিটি তার গৌরবোজ্জ্বল অবস্থান ধরে রেখেছে। উচ্চতর পড়াশোনা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে ভিন দেশিদের মধ্যে নিজের দেশকে তুলে ধরেন।