ডুবে যাওয়া ফেরি যাত্রীদের খোঁজে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ তল্লাশি

ডুবে যাওয়া ফেরি যাত্রীদের খোঁজে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ তল্লাশি

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে ডুবে যাওয়া ফেরি যাত্রীদের সন্ধানে যৌথ তল্লাশি অভিযান শুরু করেছে। ৫০ যাত্রীসহ ফেরিটি মহাসাগরের দুর্গম এলাকায় ডুবে যায়। সোমবার উদ্ধার কর্মকর্তারা একথা জানান। নিউজিল্যান্ড বিমান বাহিনীর একটি ওরিয়ন বিমান প্রশান্ত মহাসাগরে ইতালির চেয়েও বড় এলাকায় তল্লাশি চালিয়েছে। বিমানটি সোমবার উত্তাল সাগরে একটি ডিঙ্গিতে সাত যাত্রীকে পায়।
ওই তিন পুরুষ, তিন নারী ও ১৪ বছর বয়সী এক কিশোরী এমভি বুটিরাওই ফেরির যাত্রী। ১৮ জানুয়ারি কিরিবাতি থেকে ফেরিটি যাত্রা শুরু করে। নৌযানটির যাত্রা শুরুর পর থেকে এর কাছ থেকে কোন সাড়া না পেয়ে দ্বীপরাষ্ট্রটির কর্মকর্তারা শুক্রবার সতর্কতা সংকেত জারি করে। নিউজিল্যান্ডের উদ্ধার সমন্বয়কারী কেন্দ্র জানায়, আহ্বানে সাড়া দিয়ে অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি একটি বিমান ও মার্কিন কোস্ট গার্ডের একটি হারকিউলিস হেলিকপ্টার সোমবার যৌথ তল্লাশীতে সম্মত হয়।
কেন্দ্রটির সিনিয়র তল্লাশি ও উদ্ধারকারী কর্মকর্তা গ্রেগ জনস্টোন বলেন, দুর্গম এলাকায় ফেরিটি নিখোঁজ হয়েছে। এই কারণেই যাত্রীদের খুঁজে বের করা কঠিন হয়ে গেছে। তিনি আরো জানান, ইতোমধ্যে ৩ লাখ ৮৫ হাজার বর্গ কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়েছে। (ইত্তেফাক)