একে একে সবগুলো পর্দা নেমে যাচ্ছে
ভিতর থেকে আবছায়া মুখগুলো উন্মুক্ত
যদিও তা অন্ধকারে ঢাকা
অস্পষ্টতার ভিড়েও কেমন যেন নির্দিষ্ট আকার
সবগুলো মুখ যা ছিল জানা
মন জানান দিয়েছিলো বার্তা
এক রত্তিও মিথ্যা হলনা
কি অদ্ভুত এই পরিচয়
অন্ধ জন্মই অনেক ভালো কিংবা বধির
যদি দেখবার জন্যে অন্তর্দৃষ্টি দিয়ে দেন অন্তর্যামী
তাহলে যেন ষোলআনাই বিপদ
কতই আর নির্বোধ থাকার ভান করা যায়?
একে একে প্রিয় মুখগুলো দূরে সরে যায়, আর ভিড় করে অজানা
আলিঙ্গনে আগলে রাখে নতুন পাখিরা
ভালোবাসার ডুব সাঁতারে মন ভেজে
তবুও কোনো এক ক্ষনে মন কাঁদে
আবছায়া মুখগুলো আবার ভেসে উঠে
কল্পনার কাদামাটিতে নতুন ঘর বাঁধে
ঝিনুকেরা ভিড় করে আশা জাগায় মুক্তার
তার পরপরই তাসের ঘরের মতো ভেঙে পরে চৈতন্যে।
মলি সিদ্দিকা
১৮ মার্চ ২০২১