অস্ট্রেলিয়ার সিডনী, ক্যানবেরা, মেলবর্ন ও এডিলেডে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলা ছবি জালালের গল্প। ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি জালালের গল্পের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবু শাহেদ ইমন। আয়োজক কমিটির পক্ষ থেকে মাসিক মুক্তমঞ্চ সম্পাদক নোমান শামীম জানান, আগামী ২৯শে নভেম্বর রোববার সিডনীর হারসভিলে গ্রেটার ইউনিয়নে ছবিটির প্রথম শো প্রদর্শিত হবে। এছাড়াও আগামী ৫ ডিসেম্বর ক্যানবেরায়, ৬ ডিসেম্বর মেলবোর্নে এবং ১৩ ডিসেম্বর এডিলেডেও প্রদর্শিত হবে জালালের গল্প।
জালালের গল্প’ ছবিটি মূলত অবহেলা আর নির্মম বাস্তবতার যাতাকলে পিষ্ট হয়ে বেড়ে ওঠা জালাল নামে একটি ছেলেকে নিয়ে। নদীতে ভেসে আসা এক নাম না জানা ছেলে শিশুকে নিয়ে শুরু হয় কাহিনী, যার নাম পরে ঠিক করা হয় জালাল। সেই জালালকে ব্যবহার করে ব্যবসা শুরু করে তার পালক বাবা, সেই ব্যবসা ধর্মান্ধতার মোড়কে আবৃত। অবশেষে মোড়ক খুলে যায় সময়ের আবর্তে। পরে ভেসে আসা জালালকে আবার ভাসিয়ে দেয়া হয় অজানা গন্তব্যে। এভাবেই এগিয়ে চলে কাহিনী। জালালের গল্প দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর। তবে এর আগেই ২০১৪ সালে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি মুক্তি দেয়া হয় এবং এসব উৎসবে অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করে।
‘জালালের গল্প’ সিনেমাটিকে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ২০১৪ সালের এশিয়ান সিনেমা ফান্ডের পোস্ট প্রোডাকশন ক্যাটাগরিতে নির্বাচন করেছে। এশিয়ার ৫২টি দেশ থেকে ৫৬৫টি আবেদন করা হয়। যেখান থেকে মোট ২৯টি প্রকল্প নির্বাচিত হয়েছে। এর মধ্যে ১৮টি এশীয় এবং ১১টি কোরীয় প্রকল্প ২০১৩ সালে ইমপ্রেস টেলিফিল্ম তাদের প্রযোজনা প্রতিষ্ঠান বুটিক সিনেমার কার্যক্রম শুরু করে। প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রথম সিনেমা ‘জালালের গল্প’। জালালের গল্প ছবির জন্য মোট ৫৫ দিন শ্যুটিং করা হয়।
জালালের পিতাগণ’ নামে সিনেমার শুটিং শুরু করলেও পরে গল্পের প্রয়োজনে সিনেমার নাম পরিবর্তন করেছেন আবু শাহেদ ইমন। ঘটনাটা ঘটছে একটা ধর্মব্যবসাকে কেন্দ্র করে যেখানে একইসাথে একটা কুড়িয়ে পাওয়া বাচ্চাকে পালন করছে তার মালিক আবার তাকে কাজে লাগাচ্ছে ব্যবসার জন্য। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন চিরকুট ব্যান্ড। অভিনয় করেছেন, আরাফাত রহমান, মোশাররফ করিম, মৌসুমি হামিদ, মোহাম্মদ ইমন, তৌকির আহমেদ, নূরে আলম নয়ন ও শর্মীমালা প্রমুখ। (সিডনি প্রতিবেদক)