বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি উদযাপন করতে যাচ্ছে এনটিভি উৎসব। এনটিভি উৎসব মূলত ভালবাসা দিবসের বিশেষ আয়োজন। মূলত প্রবাসী বাংলাদেশিদের সম্মানে এনটিভি উৎসববের এ আয়োজন করতে যাচ্ছে এনটিভি অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।
এবারের উৎসবকে সাজানো হয়েছে বাংলাদেশ থেকে আগত শিল্পী ও স্থানীয় শিল্পীদের যৌথ সহযোগীতায়। মাল্টিকালচারাল পটভূমিকায় সাজানো এ অনুষ্ঠানে অন্যান্য বহুসংস্কৃতির আকর্ষণ ছাড়াও থাকছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ক্লোজআপ তারকা পুতুল এবং পাওয়ার ভয়েস তারেক তুজয়।
এনটিভি অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিডনির রকডেল টাউন হলে আমন্ত্রিত অতিথি ছাড়াও থাকবেন অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম ও কমিউনিটির গুণীজনরা। এরই মধ্যে বাংলাদেশ হাইকমিশনসহ সরকারি ও বিদেশি বিভিন্ন সংগঠনকে আমন্ত্রণ জানানো হযেছে।
উৎসব সম্পর্কে এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা রাশেদ শ্রাবণ বলেন, এনটিভি উৎসবের সব প্রস্তুতিই সম্পন্ন। অস্ট্রেলিয়া প্রবাসীদের জন্য এনটিভি এবং এনটিভি অনলাইনের আগামী দিনের কার্যক্রমই থাকবে এবারের উৎসবের মূল প্রতিপ্রাদ্য।
রাশেদ শ্রাবণ আরো বলেন, অস্ট্রেলিয়ায় এনটিভিই একমাত্র বাংলাদেশি মূলধারার টেলিভিশন যা গত তিন বছর ধরে কাজ করে যাচ্ছে। যাঁরা অনলাইনে টিকেট পাননি, তাঁরা অনুষ্ঠানের গেটে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে উপস্থিত থেকে প্রবেশপত্র নিতে পারবেন। তিনি আরো জানান, এনটিভি অস্ট্রেলিয়াই একমাত্র প্রতিষ্ঠান যা শুধু প্রবাসীদের জন্য প্রতিবছর আয়োজন করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আর এসব অনুষ্ঠানে বিনামূল্যে অংশ নিতে পারেন প্রবাসী বাংলাদেশিরা।
সিডনি এবং মেলবোর্নের এনটিভি উৎসবের প্রধান অতিথি থাকবেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। বলা যায়, বিদেশের মাটিতে দেশের কোনো প্রাইভেট টেলিভিশন চ্যানেলের এত বড় অয়োজন বাংলাদেশীদের জন্য এটিই প্রথম। উল্লেখ্য যে, এনটিভি বাংলাদেশের প্রথম আইএসও সনদপ্রাপ্ত টেলিভিশন চ্যানেল। অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুষ্ঠানটি উপভোগ করতে কোন প্রবেশপত্র লাগবেনা। ( সিডনি প্রতিবেদক)