নাইম আবদুল্লাহঃ বাসভূমি অন্যান্য অনুষ্ঠানমালা প্রচারের পাশাপাশি তাদের নির্মিত টকশো ‘মুখোশ’ আগামী জুলাই মাস থেকে নিয়মিতভাবে প্রচারিত করবে।
বাসভূমির এই টকশো’তে প্রবীণ নেতা আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা গামা আবদুল কাদের, আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি বিশিষ্ট আইনজীবী সিরাজুল হক, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি ফজলুল হক শফিক দর্শক শ্রোতাদের মুখোমুখি হয়েছেন। গত ১৩ জুন সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া কাউন্সিলের সদস্য সচিব মোহাম্মেদ আবদুল মতিন। সাক্ষাৎকার গুলো গ্রহন করেছেন সাংবাদিক আকিদুল ইসলাম।
আকিদুল ইসলামের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, বাসভূমির টকশো মুখোশ এর প্রধান লক্ষ্যই হচ্ছে, আমাদের কমিউনিটির অসঙ্গতিগুলিকে আলোচনার মাধ্যমে তুলে আনা, নুতন গড়ে ওঠা কমিউনিটির মধ্যেকার অসামঞ্জস্য গুলো নিয়ে কমিউনিটির নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধানের সঠিক পথ নির্ণয় করা।
বাসভুমির টকশো’তে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া কাউন্সিলের সদস্য সচিব মোহাম্মেদ আবদুল মতিনের সর্বশেষ সাক্ষাৎকারটি ধারনের বিষয়ে আকিদুল ইসলাম জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশীদের ইতিহাস ৫০ বছরেরও উপরে, এই ৫০ বছরে এখানে ৫০ টির ও বেশী সংগঠনের জন্ম হয়েছে। এই কিছুদিন আগ পর্যন্তও সাংবাদিকদের কোন সংগঠন ছিলনা। যাদের স্বপ্ন ও প্রচেষ্টায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে তাদের মধ্যে অন্যতম মোহাম্মেদ আবদুল মতিন। তাই খুব সঙ্গত কারনেই বাসভূমির টকশো টিমের কাছে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
তিনি আরও বলেন, মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম এবং কমিউনিটির দর্পণ তাই মিডিয়াকে উপেক্ষা করে কমিউনিটির অগ্রসরতা সম্ভবপর নয়। আর বাংলা মিডিয়া যেহেতু অস্ট্রেলিয়ায় ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে তাই স্বাভাবিকভাবেই সাংবাদিকরা সততার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের বিরাগভাজন হচ্ছেন। আমরা বাসভূমি’র টকশো’তে মোহাম্মেদ আবদুল মতিনের কাছে জানতে চেয়েছিলাম, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া কাউন্সিলের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, সাম্প্রতিককালে কমিউনিটির সংগঠকদের সাথে মিডিয়ার সামান্য ভুল বুঝাবুঝি ও উত্তরনের উপায়, ঢালাওভাবে একটি শ্রেণী নানাভাবে মিডিয়ার সাথে সংশ্লিষ্টদের হেয় প্রতিপন্ন করছে এবং এই বিষয়গুলিকে সংগঠনটি কিভাবে দেখছে?
আকিদুল ইসলাম দৃঢ়তার সাথে বলেন, মুখোশ এর কাছে মতিন মেধা ও বুদ্ধি দীপ্তভাবে সমস্ত প্রশ্নের খোলামেলা উত্তরের পাশাপাশি সমাধানের দিক নির্দেশনাও দিয়েছেন। দীর্ঘদিন ধরে আমাদের কমিউনিটিতে মিডিয়াকে কেন্দ্র করে অহেতুকভাবে যে বিতর্কের জন্ম হয়েছে মোহাম্মেদ আবদুল মতিনের সাক্ষাৎকারটি প্রচারিত হলে আশা করছি সেই সব বিতর্কের সঠিক সমাধান পাওয়া যাবে।