অবোধ্য

অবোধ্য

এ বেলায় মিশে যায় ওবেলার রদ্দুর
তার পর স্বপ্নের ঘিয়রে চাষ হয় মউ ,
তোমাকে খোঁজে মন নিশ্চুপে একা একা
পথ ভোলা বাউলের মত।

আমার আমলকির মত বিষাদ বচনে
মিষ্টতা থাকে লুকিয়ে ,যা তোমার ঠোঁটের
সরবরে বরই বেমান।

অতটা গভীরে নিমজ্জিত হওয়ার লোভ
কখনোই তোমাকে করে নাই জ্বালাতন।
নিঃশেষ হয়ে যাওয়া চুরুটের শেষভাগের
মত ছুড়ে ফেলেছো দূরে।

নির্ভৃত্বে তপনারে করেছি নিঃশেষ
তুমি পথিকের মত হেঁটে চলে গেছো
দূর থেকে বহু দূর।

কখনো চুড়ির শব্দে ঘুম ভাঙ্গানো হল না আর।
কখনো বৈশাখী হাসি দিয়ে রাঙ্গানো হলো না তোমার কপোল,
বড় ইচ্ছে করে একটি বার চোখ খুলে দেখতে
জীবন মানে সম্মুখের ধূঁধূঁ মাঠ,
যার সীমান্তে কেবলই আহ্বান ।

কাজী কনক সিদ্দিকা