শুভমিতা ব্যানার্জি আজ শনিবার, ১২ সেপ্টেম্বর , সন্ধ্যায় সিডনির ক্যাম্পসির অরিয়ন ফাংশন সেন্টারে ‘সুরের বন্যা নাচে’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন।
শুভমিতা ব্যানার্জি অতি সম্প্রতি সিডনি প্রবাসী গীতিকার ও সুরকার খন্দকার জাহিদ হাসানের ‘সুরের বন্যা নাচে’ গানের এ্যালবামে আটটি একক ও দুটি দ্বৈত সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। এ্যালবামটিতে আছে পাঁচটি অবিনশ্বর প্রেমের গান, দুটি মনোমুগ্ধকর নাচের গান, একটি প্রার্থনা সঙ্গীত, একটি বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক সঙ্গীত ও আদম-হাওয়ার অমর উপাখ্যানভিত্তিক একটি সঙ্গীত।
খন্দকার জাহিদ হাসান জানান, সিডনিতে আয়োজিত এই সঙ্গীতসন্ধ্যায় শুভমিতা ব্যানার্জি তার জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি আমার অ্যালবাম ‘সুরের বন্যা নাচে’ এর রিলিজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন, যা কনসার্টে একটি ভিন্নমাত্রা যোগ করবে। আমি অস্ট্রেলিয়ার মাটিতে বসেই এই গানগুলোর কথা, সুর ও যন্ত্রসঙ্গীত রচনা করেছি, যার সব বাজনাই আমার নিজের হাতে বাজানো ও সৃষ্টি করা।
আরও জানান সিডনি, কলকাতা ও ঢাকা টিমের এক সমন্বিত চেষ্টার ফসল এই গানের এ্যালবাম ‘সুরের বন্যা নাচে’। এই মিউজিক এ্যালবামটির অডিও ও ভিডিও দুটি ভার্সন থাকবে। এই গানগুলোতে আমি শাশ্বত বাংলার চিরন্তন সুরের চির-অম্লান আর মর্মস্পর্শী আবেদন সন্নিবেশ করার চেষ্টা করেছি। গানের ভিডিওতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার একঝাঁক উচ্ছল ভিডিও তারকা রয়েছে।
শুভমিতা ব্যানার্জির সঙ্গীতসন্ধ্যার আয়োজক ‘সুর ইভেন্টস’ এর প্রতিষ্ঠাতা সুমন সাহা সিডনি তথা অস্ট্রেলিয়ার সকল বাংলাভাষী বাঙালি দর্শক-শ্রোতার কাছে সব ধরনের সহযোগিতা চেয়েছেন।