বিজয় বিধবার সাদা শাড়ি
কিংবা লাল সবুজ শাড়ির পাড়ে
রক্তের ছাপ
এক মায়ের আহাজারি কান্না
মনের গহীনে জমে থাকা ঘৃণা
বালকের এতিম হয়ে যাওয়ার গল্প
সন্ধ্যা রাতে নববধূর চুড়ি ভাঙ্গার শব্দ
বৃদ্ধ বাবার নদী পাড়ে অপেক্ষা
মিছিলে কবরে শোকের আহাজারি
বেয়নেটের খোঁচায় ক্র্যাচে ভর করা
স্বাধীন বাংলা বেতারের গান
যুদ্ধ শেষে বাড়ি ফেরা
গণকবর ফুলে ফুলে ঢাকা
পতাকা হাতে এক তরুণীর
যুদ্ধের গল্প শোনা
এক চোখে কাদা
অন্য চোখে হাসা
বিজয়ের গৌরব
বক্ষে ধারণ করে
অনন্তকাল বেঁচে থাকা