অস্ট্রেলিয়া মাতালেন সোলস সদস্যরা

অস্ট্রেলিয়া মাতালেন সোলস সদস্যরা

অস্ট্রেলিয়া মাতালেন সোলস সদস্যরা

জনপ্রিয় ব্যান্ডদল ‘সোলস’। দলটি দেশের সীমানা পেরিয়ে বিদেশের স্টেজেও গান করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন। এবারর পহেলা বৈশাখ উপলক্ষে সুদূর অস্ট্রেলিয়ার দর্শকদের সুরের ঝংকারে বিমোহিত করেছে রক ঘরানার এই ব্যান্ডদলটি।

শনিবার (১৫ এপ্রিল) অস্ট্রেলিয়ার নিকোলসের লিউমেহ লজে একটি কনসার্টে সংগীত পরিবেশন করে ‘সোলস’। এটি মূলত ‘ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া’র আয়োজনে একটি রি-ইউনিয়ন অনুষ্ঠান।

১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল ৩ দিনব্যাপী এই আয়োজনের শেষ দিন অংশগ্রহণ করে ‘সোলস’। কনসার্টে সোলস তাদের জনপ্রিয় ২০টি গান পরিবেশন করে।

‘সোলস’র অস্ট্রেলিয়া মাতানো প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘দেশের বাইরে গিয়ে বাংলা গান করতে পারার মধ্যে অনেক ভালোলাগার একটা অনুভূতি কাজ করে। এর আগে আমি একা অস্ট্রেলিয়াতে গান করেছি। তবে, এবার পুরো দল দিয়ে দর্শকদের গান শোনাতে পেরে অনেক আনন্দিত। আমরা সবাই বৈশাখের আনন্দ প্রবাসী দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি।’

আগামী ২২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন পার্থ বড়ুয়া। (বণিক বার্তা )