নিউ সাউথ ওয়েলস আওয়ামীলীগের জাতীয় শোক দিবস -২০১৮ পালন

নিউ সাউথ ওয়েলস আওয়ামীলীগের জাতীয় শোক দিবস -২০১৮ পালন

গত ১২ আগস্ট, রবিবার সন্ধ্যায় নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে সিডনিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী আহবায়ক কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়েদুল হকের ও সভাপতি হাসান সিমুন ফারুক রবীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পচাত্তরের পনেরোই আগস্ট ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল ও এমদাদ হক, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক ডা. লাভলী রহমান, সংগঠনের উপদেষ্টা ও লেবার পার্টির স্থানীয় নেতা আবুল বাশার খান এবং অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম এবং নির্বাচিত কাউন্সিলর হুদা বাবু। অনুষ্ঠানের প্রধান বক্তা ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন । তিনি তার বক্তৃতায় বলেন ,”রাজনীতি এখন আর শুধু রাজপথের সংগ্রামেই সীমাবদ্ধ নেই। সংগ্রাম এখন ছড়িয়ে পড়ছে অনেক ফ্রন্টে, যুদ্ধের একটা বড় অংশ এখন হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত জননেত্রী শেখ হাসিনার সকল সৈনিককে আহ্বান জানাই আগামী নির্বাচন পর্যন্ত ফেসবুকসহ সকল সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্র রুখে দিতে। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে আরো একবার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দরকার।”

এছাড়াও আরো বক্তব্য রাখেন সিডনির বিশিষ্ট আইনজীবী নির্মাল্য তালুকদার, ব্যারিস্টার আমজাদ হোসেইন ,অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি শাহে আলম, নিউ সাউথ ওয়েসল আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ -নুরুদ্দিন ,আতাউর রহমান ,জিল্লুর রহমান ,খালিদ হাবীব ,সাইফুল ইসলাম ,মাইনুল মল্লিক ,ফরিদউদ্দিন শাহরিয়ার শরীফ ,মো সেলিম,ফজলুল হক,শাহ মো রনি ,তহিদুল ইসলাম ,রুহি কামিয়াব ,রিয়াসাত হাসান ,মিজানুর রহমান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনির হোসেন ,রকি তালুকদার ,সুরজিৎ রায় ,মেহেদি রব ,মেহেদি হাসান ,রিদয় খান ,মনোয়ার মৃধা ,শোকর মো ,সুমন মৃধা ,শহীদুল হক ,খনদকার রুবেল ,মো হোসেন স্টাডিনেট ,আরিফ রানা ,আনোয়ার ইসলাম সহ শতাধিক গন্যমান্য ব্যাক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের হাতে ‘বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা’, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’সহ একাধিক গ্রন্থ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন সাব্বির ফেরদৌস ,সাজ্জাদ পরাগ ,আরিফ খান ও আইভি রহমান।