অচেনা আমি

অচেনা আমি

মাঝে মাঝে খুব অচেনা লাগে নিজেকে!
এই যে ভোরে ঘুম ভেঙে গেল আজ 
অচেনা এক পাখির ডাকে,
তারে কি চিনি আমি?
সে কি চেনে আমায়?
এ কোন অচিন দেশে আমার বাস!

বুকের মাঝে আড়মোড়া ভাঙে এক অন্য আমি!
কিসব তুচ্ছ কারণে অভিমান হয় তার,
হাঁটুর উপর মুখটা রেখে ভাবতে বসি
তারে কি চিনি আমি?
সে কি চেনে আমায়?
এ কোন অচিন দেহে আমার বাস!

শৈশব, কৈশোর পেরিয়ে আজ তারুণ্যও বিদায় নেয় বুঝি!
মনের ঘরে উঁকি দেয় আমারই কতশত মুখ!
উচ্ছল এক কিশোরী স্নিগ্ধ হেসে বলে
চেন কি আমায়?
আমিও কি চিনি তারে?
এ কোন অচিন সময়ে আমার বাস!

তানজিম স্নিগ্ধা

 

 

 

 

(স্নিগ্ধা/ ১২ সেপ্টেম্বর ২০১৮)