এক তোড়া মালা চাই, বেলী ফুলের
কুঁড়ির পর কুঁড়ি সাজিয়ে চার লহরের মালা
খোঁপা না, এলো চুলেই পরিয়ে দিও বেশ,
নীল টিপ আর আঁচল পরিপাটি করে
চটজলদি বেরিয়ে যাব অফিস পাড়ায়
মালার বুকে লেগে রবে তোমার ছোঁয়ার রেশ।
সারাদিনের ব্যস্ত সময় কাজের মাঝে হঠাৎ
কানের পাশে আঙ্গুল দিয়ে সরিয়ে নেব
কপাল থেকে একগোছা চুল,
ঘাড়ের পাশে আলতো ছোঁয়ায়
হঠাৎ করে ফুলের দোলায়
তোমার পরশ ভেবে হবে ভুল।
এক তোড়া মালা চাই, বেলী ফুলের
অন্য কিছুই নয়,
সময় করে কিনে এন, বুক পকেটে লুকিয়ে রেখ,
এলো চুলেই পরিয়ে দিও তাই।
( স্নিগ্ধা, ২৮ জুন ২০১৮)