বাংলাদেশী অস্ট্রেলিয়ান মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন ‘অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার’ এর বার্ষিক সাধারণ সভা আগামী ৭ অক্টোবর সকাল ১০ টায় মিন্টুস্থ আল ফয়সাল কলেজে অনুষ্ঠিত হবে। এই সভায় ২০১৮-২০২০ সালের জন্য নতুন একটি নির্বাহী কমিটি নির্বাচত হবে। নতুন কমিটি নির্বাচনে ড. তোজাম্মেল হোসাইন রিটার্নিং অফিসার এবং জনাব হামিদ শেখ জয়েন্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
এই কমিটি নির্বাচনে অতীতে প্রতিবারই আলোচনার মাধ্যমেই কমিটি নির্বাচিত হয়ে থাকলেও শুধুমাত্র ২০১৬-২০১৮ কমিটিতে নির্বাচনের সময় শুধু সাধারণ সম্পাদক পদটি বাদে সবকটি পদেই ঐক্যমতে পৌঁছেছিলেন নেতৃবৃন্দ। কেননা অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের যারা আজীবন সদস্য তারা কখনোই চাননি এই সংগঠনটির বিভাজন। কিন্ত হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে নেতৃত্বে কে আসবে। এই নিয়ে অনেক টানাপোড়েন শেষে, এখন পর্যন্ত দুইটি প্যানেলে (করিম ইকবাল – নুরুল আমিন এবং গোলাম কিবরিয়া-আনিসুল আফসার ) নির্বাচন করার সিদ্বান্ত নিয়েছেন এবং ইতিমধ্যে দুইটি প্যানেলই তাদের প্রচার কার্যক্রম শুরু করেছেন।