নীরব প্রস্থান

নীরব প্রস্থান

তোমাকে দিলাম অফুরন্ত সময় আর স্বস্তি
তুমি সাজিয়ে নিও ঠিক যেমনটি তোমার
থাকবে সব আয়োজন রবে তুমি বেশ
ভুল করে যদি সামনে এসে দাঁড়াই
দিয়ো তাকে একটু রেশ
মুক্ত পাখি আর তার উড়ন্ত পৃথিবী
দূর থেকে দেখবো আমি
উড়তে উড়তে যদি হারিয়ে ফেলো নিজেকে
খুঁজে নিও আমায় নীরবতায়
যদি মিলে যায় সেই শুকতারা
তাকে যত্ন করে রেখো
আর ফিরে ফিরে চেওনা কখনো
ভালোবাসায় ভেসে উঠুক জ্যোতি নিয়ে
আর ভরে থাক তোমার আংগিনা II

মলি সিদ্দিকা (পার্থ,অস্ট্রলিয়া)