সিডনিতে মানসিক স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে সেমিনার

সিডনিতে মানসিক স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে সেমিনার

সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়। সিডনির ল্যাকান্বার স্হানীয় খুশবো রেষ্টুরেন্টে গত বুধবার নবধারা নিউজ’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার। রাত ৮টায় শুরু হওয়া সেমিনার চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। সেমিনারে মানসিক স্বাস্থ্য এর ইতিহাস, মানসিক রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতি ও কর্মসূচী নিয়ে আলোচনা করেন ‘নবধারা নিউজ’র সন্পাদক ও ‘মানুষিক স্বাস্হ্য’র পিয়ার এডুকেটর আবুল কালাম আজাদ খোকন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী মাকসুদ। তিনি তাঁর বক্ত্যবে বলেন, মানসিক স্বাস্থ্য কি? শিল্পী মাকসুদ মানসিক স্বাস্থ্য নিয়ে দেশে কিছু কাজ করছেন ও চ্যারিটি সংস্থা পরিচালনা করেন। এছাড়া সেমিনারে ‘লিসেন ফর’ সংগঠন উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টারবারী ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের কাউন্সিল মো: নাজমুল হুদা বাবু ও কাউন্সিল মো: শাহে জামান। গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নাগরিকদের সজাগ করাই এই সেমিনারের উদ্দেশ্য। এ বছরে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’। অস্ট্রেলিয়ান সাইকোলজিক্যাল সোসাইটির মতে, অস্ট্রেলিয়ার ৪৫ শতাংশ মানুষ নানা ধরণের মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। অস্ট্রেলিয়ান ইন্সটিটিউট অব হেলথ এন্ড ওয়েলফেয়ার এর মতে, প্রত্যেক বছর প্রতি ৫ জন অস্ট্রেলিয়ানের মধ্যে ১ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়।