এই বাগিচায়

এই বাগিচায়

ব্যার্থতার পূর্ণতায় আমি মুক্ত
পথ হারা নই আর আমি যে আবৃত
চলতে চলতে পেয়ে গেছি সেই কৃষ্ণকাঠি আর বাঁশের বাঁশি

মন ভালো করা হরিণীর টানা টানা চোখ
আর সাগর পারে ঝিনুক মালা
ঘাসের বাগানে শিশির কণা
মাঝ দুপুরে পদ্ম ফোঁটা পুকুর পার
সখীর চুলে বেলীর মালা
শাপলা তোলা আর ডুবে যাওয়া

তেমনি আছি রক্ত জবায়
কাশ ফুল এ আর টগর চাপায়
গন্ধরাজ আর গাঁদায় গাঁদায়
সূর্যমুখীর কনক চাপায়

এসো এসো এই বন বাদাড়ে
ঘিরে থাকো তার ছায়া তলে
মেখে নিও কিছু আলোর ছটা
ভরে যাবে সব নিমগ্নতা
চলো চলো সব দিকে দিকে
কৃষ্ণচূড়ায় ঘর বেঁধে
পলাশ শিমুলের গালিচা
এসো এসো এই বাগিচায়।

মলি সিদ্দিকা (পার্থ,অস্ট্রলিয়া)

 

 

 

 

 

 

১৪ ফেব্রুয়ারী ২০১৯