বৈশাখী আমেজ এখন মেলবোর্ন জুড়ে

বৈশাখী আমেজ এখন মেলবোর্ন জুড়ে

মামুন বদরুদ্দোজা পলাশ: আসলে প্রায় সবকিছুতেই অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের উল্টা, বাংলাদেশে যখন গরম এখানে শীত আবার এখানে ডিসেম্বর জানুয়ারী গরম আর বাংলাদেশে তখন শীতকাল | বাংলাদেশে শীত বেশি না পড়ার কারণে ও ঝড়বৃষ্টি কম হওয়ার কারণে সবাই মোটামুটি শীতকালটা উপভোগ করে, যেমন ঘুরে বেড়ানো, পিঠার উৎসব ইত্যাদি | আমরা আবার এই মেলবোর্নে এপ্রিল মে-এর দিকে শীতের আগমনে থাকি অনেকটাই আতঙ্কে, তীব্র শীতের সাথে থাকে ঝড়-বৃষ্টি, সন্ধ্যা নামে দ্রুত, সকাল হয় ভোরের অন্ধকার নিয়ে, কম্বলের নিচ থেকে তখন বের হতেই ইচ্ছা করে না |

বাংলাদেশে শীত গিয়েছে বেশ কদিন আগেই, গরমে অতিষ্ঠ অবস্থা, আর অপেক্ষা বৈশাখী ঝড়ের সাথে যদি নামে একপশলা বৃষ্টি, স্বস্তির বৃষ্টি | বাংলাদেশে চলছে বৈশাখী আয়োজনের প্রস্তুতি বেশ ব্যাপকভাবে | পহেলা বৈশাখে ছুটি থাকে দেশে আর বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা, পহেলা বৈশাখের আগে পরে বেশ কদিন ধরেই | টিভি, পত্রিকা ও অন্যান্য গণমাধমে থাকে বৈশাখী আয়োজন, প্রস্তুতি এসব নিয়ে সরগরম|

অন্যদিকে শীতশীত আমেজ এখন এই মেলবোর্নে, দিনগুলি ছোট হয়ে আসছে খুব দ্রুত | বাংলাদেশের তুলনায় বৈশাখী অয়োজন বলতে গেলে একদমই কিছু না, কিন্তু তারপরও বাঙালি বলে কথা | বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন কিংবা পহেলা বৈশাখ শীতের আগে বা মাঝেই হোক না কেন, মনেপ্রাণে নববর্ষের উদ্দীপনা সবার মাঝে| বিদেশ, মানে এই মেলবোর্নে পহেলা বৈশাখ তেমনভাবে করা যায় না সঙ্গত কারণেই, তারপরও মন্দের ভালো অথবা ভালোর ভালো যাই বলি না কেন এখানকার বাংলাদেশিরা চেষ্টা করে নিজেদের মতো করে বৈশাখী উদযাপন করতে, এসব অনুষ্ঠানের কিছু কিছুর আয়োজন ঘরোয়া ভাবে, আবার কোনো কোনোটি হয় বিভিন্ন বাংলাদেশী সংগঠনের মাধ্যমে বড়ো পরিসরে | বাংলাদেশের বৈশাখী আয়োজনের তুলনায় এসব আয়োজন অনেকটা “দুধের সাধ ঘোলে মিটানো”র মতো মনে হলেও এগুলো নিয়েই সারা এপ্রিল জুড়ে মেলবোর্নে থাকবে বিভিন্ন ঘরোয়া ও সাংগঠনিক প্রস্তুতি | চলছে, চলবে পান্তা ইলিশ, পহেলা বৈশাখের শাড়ি পাঞ্জাবি, দেশীয় খাবারের নানা অয়োজন আর সাংস্কৃতিক আয়োজনে “এসো হে বৈশাখের” রকমারি প্রস্তুতি | মেলবোর্নের বাংলাদেশিদের মাঝেও এখন তাই আলোচনা চলছে, অনেক উৎসাহ ও উদ্দীপনা |

যতদূর জানা গেছে, যেসব বৈশাখী অয়োজন এবার মেলবোর্নে হতে যাচ্ছে সেগুলোর কিছু তুলে ধরা হলো

১. ১৩ই এপ্রিল শনিবার দিনব্যাপি – চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ – স্থান – chandler সেকেন্ডারি কলেজ ২৮, Isaac Rd, keysborough, VIC 3173 আয়োজনে – BACV ও BPCSV যৌথভাবে

২. ১৩ই এপ্রিল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত – স্থান – Kororoit Creek Neighbourhood House, 61a Selwyn St , Albion VIC 3020, আয়োজনে – Sunshine Bangla School.

৩. ১৪ই এপ্রিল রবিবার সকাল এগারোটা থেকে রাত ১০টা পর্যন্ত – বৈশাখী মেলা ১৪২৬ ( সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল ) স্থান – Birrarung Marr, Melbourne, Behind Federation Square, আয়োজনে – ABCx

৪. ২৭শে এপ্রিল শনিবার বিকাল ৪-৩০ থেকে রাত ১০টা পর্যন্ত- “Celebration of Bangla New Year 1426 “- স্থান – Tarneit Rise Primary School, 71 Hummingbird BVD, Tarneit, VIC 3029- আয়োজনে – ভিবিসিএফ- প্রবাসধ্বনি

৫. ২৮শে এপ্রিল রবিবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত – “বৈশাখী মেলা ২০১৯”. স্থান – Gloria Pyke Netball Complex, 1 Bennet St, Dandenong VIC ,Greaves Reserve. আয়োজনে – ABA ভিক্টোরিয়া |

এর বাইরেও ঘরোয়াভাবে অনেকেই বন্ধু বান্ধব নিয়ে নিজ নিজ মতো করে করবে বৈশাখী অয়োজন. সাজবে বৈশাখী পোশাকে, পান্তা ইলিশ, পিঠা ও অন্যান্য দেশি খাবারের উৎসবে | মেলবোর্নে তাই বাংলাভাষী সকলের মাঝে এখন বৈশাখী আমেজ |