নাগরদোলা

নাগরদোলা

শূন্যতায় ঘেরা চারপাশ
নিঃশব্দ নিশ্চুপ ছায়ায়
আলিঙ্গন করে আছে নিস্তব্ধতায়
মাঝে মাঝে টুপ্ টাপ জলতরঙ্গ
আহা কি দারুন এই নিঃসঙ্গতা
উদাস বাউল মনটা সেথায়
আঁকিবুকি করে ক্লান্ত রথে পারি জমায়
মৃদু হাসির কনক চাপায় মুখ লুকায়
নুপুর পায়ের স্নিগ্ধ চলন
এক পা দু পা তিন পা চলা
টুন্ টুন্ টুন্ বাজনা বাজে
আমলকি তলায় বাসর সাজে
দূরবীন হাতে দৃষ্টি মেলে
মন দুয়ারে ঘন্টা বাজে
এপার ওপার দুপাড়েতে বাজছে সানাই
শাঁখের বেলায়
চন্দন টিপের শুকনো ধোঁয়ায়
মুখ ছুঁয়ে যায় বাসন্তিকায়
মন মেতে রয় বর্ণচোরায়
এদিক ওদিক নাগরদোলায় l l
      ৩ এপ্রিল ২০১৯
মলি সিদ্দিকা (পার্থ,অস্ট্রলিয়া)