স্বনামধন্য শিক্ষাবিদ, লেখক, ঔপন্যাসিক ডঃ জাফর ইকবাল সস্ত্রীক এখন সিডনিতে

স্বনামধন্য শিক্ষাবিদ, লেখক, ঔপন্যাসিক ডঃ জাফর ইকবাল সস্ত্রীক এখন সিডনিতে

সিডনিতে ডঃ মুহম্মদ জাফর ইকবাল ও ডঃ ইয়াসমীন হকের সাথে আয়োজকদের কয়েকজন (ছবি: সালেহ জামী)

শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এলামনাই এবং রেমিয়ান্স অস্ট্রেলিয়ার আমন্ত্রণে আগামী ২৮ এপ্রিল রবিবার বিকাল ৫ টায় সিডনির ব্যাংকসটাউনেই ব্রায়ান ব্রাউন থিয়েটারে এক বিশেষ একটি নাগরিক সভায় যোগ দিবেন। সিডনির নাগরিক সন্ধ্যার পরিবেশক ও অন্যতম প্রধান পৃষ্ঠপোষক  পত্রিকা “প্রভাত ফেরী” । ইতিমধ্যে প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, এই গুণী লোকটিকে কথা শুনতে ইতিমধ্যেই ব্রায়ান ব্রাউন থিয়েটারের প্রতিটি সিট পরিপূর্ণ হয়ে গিয়েছে। ফেইসবুকে ভেসে উঠেছে এই শিক্ষাবিদ দম্পতির সিডনি আগমনের ছবি উনার প্রাক্তন ছাত্র ছাত্রীদের সাথে। আয়োজকরা বলেছেন “স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে ডঃ মুহম্মদ জাফর ইকবাল ও ডঃ ইয়াসমীন হককে প্রবাসীদের মাঝে উপস্থাপনের প্রক্রিয়ায় অংশ নিতে পেরে তাঁরা বিশেষ সম্মানিত বোধ করছেন এবং অনুষ্ঠানটি সুন্দর হবে বলে আশা প্রকাশ করছেন। ”

সিডনিতে প্রাক্তন ছাত্র ছাত্রীদের সাথে ডঃ মুহম্মদ জাফর ইকবাল ও ডঃ ইয়াসমীন হক